নিখিল-নুসরতের বৈবাহিক সম্পর্ক এখন সরগরম সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন গণমাধ্যমে। একদিকে নুসরতের থেকে মুক্তি পেতে নিখিল দেওয়ানি মামলা দায়ের করেছেন। অন্যদিকে শ্রাবন্তীয় তৃতীয় স্বামী রোশন সিং নিজের স্ত্রীকে নিজের কাছে ফিরে পেতে চাওয়ার জন্য ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ আপিল করেছেন। এক এক তারকার জীবন এখন সিনেমার চিত্রনাট্যকে বেশ হার মানাবে।
টলিগঞ্জের অপর চর্চিত বিচ্ছন্ন দম্পতি হল শ্রাবন্তী আর রোশন সিং। এদের সম্পর্কে এখন সিনেমার মতো ট্যুইস্ট। গত বছর অক্টোবর থেকে আলাদা থাকা শুরু করেছেন রোশন-শ্রাবন্তী। নায়িকার এই তৃতীয় বিয়েও ভাঙা নিয়ে গত বছর নিয়ে শোরগরম থাকে। বছর ঘুরতে না ঘুরতে এই বিয়ের ভাঙন নিয়ে কম কথা শুনতে হয়নি শ্রাবন্তীকে। এমনকি দুজন দুজনকে আনফলো করতে পিছপা হননি। বরং আলাদা হয়েও সোশ্যাল মিডিয়াতে শুরু হয় নানান তরজা। সময় অনেকটা পেরিয়ে গিয়েছে। মানুষ যখন এদের সম্পর্কের কথা সামান্য ভুলতে বসেছে তখনই বড় ঘোষণা রোশনের তরফ থেকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে অভিনেত্রী রোশনের সাথে থাকবে কিনা তা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। তবে এর মাঝে সুখবর দিতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়? লাল শাড়ি, মাথাভর্তি সিঁদুর, মাথায় মুকুট- একদম নব বধু রূপে সকলের সামনে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই সাজে এখনো বহু আপকামিং নায়িকাকে তাক লাগিয়ে দিতে পারেন অভিনেত্রী। তবে কেন এই ছবি? প্রশ্ন অনেকের। নতুন কোনো চরিত্র নাকি বাস্তবেই নতুন জীবন শুরু করছেন শ্রাবন্তী। তবে এই দুটোর মধ্যে কোনটাই নয়। বিশেষ এক ফটোশুটের জন্য এমন সাজে সাজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই লুকে একাধিক ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। নিমেষে ভাইরাল হয় এই ফটোসেশান।
রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে ২০১৯ সালের এপ্রিলে চুপি চুপি পঞ্জাবে রোশন সিংহের সঙ্গে পাঞ্জাবি মতে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের দু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েতেও ভাঙন দেখা যায়।।তবে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলছেন না অভিনেত্রী।