Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে আরও দুই সন্তানের মা হলেন শ্রাবন্তী

কৌশিক পোল্ল্যে: গত বছরই রোশন সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলি অভিনেত্রী শ্রাবন্তী, এরপর বাইপাসের একটি বিলাসবহুল ফ্ল্যাটে সংসার শুরু করেন দুজনে, সঙ্গী ছিল শ্রাবন্তী'র একমাত্র ছেলে ঝিনুক। এবার লকডাউনে শ্রাবন্তী'র…

Avatar

কৌশিক পোল্ল্যে: গত বছরই রোশন সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলি অভিনেত্রী শ্রাবন্তী, এরপর বাইপাসের একটি বিলাসবহুল ফ্ল্যাটে সংসার শুরু করেন দুজনে, সঙ্গী ছিল শ্রাবন্তী’র একমাত্র ছেলে ঝিনুক। এবার লকডাউনে শ্রাবন্তী’র কোলেই এল আরও দুই সন্তান, পরিবারের নতুন সদস্য হিসেবে। তারা কারা? চলুন জেনে নেওয়া যাক।

আসলে শ্রাবন্তী ও রোশন দুজনেই পোষ্য হিসেবে কুকুর খুব পছন্দ করেন এবং লকডাউনে বাড়িতে আসার অবসরে এই দুই নতুন অতিথিকে বাড়িতে তুললেন দম্পতি। পোষ্যদের সঙ্গে আদরঘন মুহূর্তে আপ্লুত হয়ে দিনের বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন তাদের সঙ্গে, সেই খুনসুটির ছবি ক্যামেরাবন্দি করে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখলেন, ‘আমার সন্তানেরা’। এই দুই প্রিয় পোষ্যকে নিজের সন্তানের মতো স্নেহ করে তাদের সন্তানের তকমা দিতেই বেশি আগ্রহী অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন অতিথিদের আগমনে খুশি উপছে পড়ছে শ্রাবন্তী’র পরিবারে। পোস্টে সকলেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য রোশন সিং শ্রাবন্তী’র তৃতীয় স্বামী এবং আগের দুটি সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসে বেশ সুখে শান্তিতে ঘর করছেন অভিনেত্রী সেকথা বলাই যায়। লকডাউনে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি, লকডাউন শেষে স্টার জলসায় তার সঞ্চালনায় রিয়্যালিটি শো ‘সুপারস্টার পরিবার’এর শ্যুটিং আবারো শুরু হবে। এখন দেখুন শ্রাবন্তী’র দুই নতুন সন্তানের ছবি, শুধুমাত্র নীচের ওয়ালে।

 

View this post on Instagram

 

My babies ??

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

About Author