অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra) ইদানিং সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মন্তব্য করে ক্রমশ নিজের পারদ চড়াচ্ছেন। বিজেপিতে যোগদানের পর তাঁর কটাক্ষ থেকে বাদ যাননি শ্রাবন্তী (Srabanti chatterjee)-ও। তবে টলিউডের কোনো তারকাকে শ্রীলেখার মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যাচ্ছে না। অপরদিকে শ্রীলেখা বামেদের হয়ে প্রচারেও নেমে পড়েছেন। দিকে দিকে ঘুরে প্রচার করছেন তিনি। তাঁর পথসভায় রীতিমত জনসমাগম হচ্ছে।
প্রতি বছর বসন্ত উৎসব পালন করেন শ্রীলেখা। সেই বসন্ত উৎসবের ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই বছর তিনি জানিয়েছেন, এবারের দোল তাঁর জন্য নয়। কারণ শ্রীলেখার সন্তান ‘প্রোটিন’ অসুস্থ। অনেকেই হয়তো বলবেন, শ্রীলেখার মেয়ের নাম তো প্রোটিন নয়! কিন্তু পাঠক-পাঠিকারাও জানেন সব সন্তান দুই পেয়ে হয় না। কিছু সন্তান চারপেয়েও হয়। ভারতবার্তার পাঠক-পাঠিকাদের মধ্যেও অনেকেই আছেন যাঁদের পোষ্য তাঁদের কাছে সন্তানসম। শ্রীলেখাও এর ব্যতিক্রম নন। শ্রীলেখার বাড়িতে রয়েছে অনেকগুলি পোষ্য সারমেয়। যাদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ইন্ডিয়ান পারিয়া কুকুর। তাদের মধ্যেই একটি মেয়ে কুকুরের নাম ‘প্রোটিন’। কিছুদিন আগেই প্রোটিনের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শ্রীলেখা বলেছিলেন, সম্ভবত প্রোটিনের শরীরে কোনো কারণে বিষক্রিয়া হয়েছে। কিন্তু পরে পশুচিকিৎসক প্রোটিনকে পরীক্ষা করে জানান, তার ডিসটেম্পার হয়েছে। ডিসটেম্পার একটি খুব কঠিন অসুখ যাতে আক্রান্ত হলে কুকুরকে সুস্থ করা খুব দুরূহ হয়ে পড়ে। প্রোটিনের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন শ্রীলেখা। কিন্তু প্রোটিনের যেহেতু ডিসটেম্পার হয়েছে, তাই শ্রীলেখাও এই নিয়ে খুব চিন্তিত। এই কারণে তিনি চলতি বছরে রঙ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি শ্রীলেখার রাজনৈতিক কাজকর্মেও কিছুটা ভাটা পড়েছে। তাঁর ইউটিউব ভ্লগও অনিয়মিত হয়ে উঠেছে। নেটিজেনরাও এই মুহূর্তে প্রোটিনের দ্রুত আরোগ্য কামনা করছেন।
শ্রীলেখা পথ কুকুরদের জন্য রীতিমত কাজ করেন। এর আগে লকডাউনের সময় পথকুকুরকে খাওয়াতে গিয়ে শ্রীলেখা তাঁর কমপ্লেক্সের বাসিন্দাদের প্রতিবাদের মুখে পড়েছিলেন। ঘটনাটি থানা অবধি গড়িয়ে ছিল। এছাড়াও এলাকার কোনো পথকুকুর অসুস্থ হলে শ্রীলেখা নিজের বাড়িতে নিয়ে এসে তার চিকিৎসার ব্যবস্থা করেন। অনেকেই বলবেন, ওরা তো কুকুর। কিন্তু মনে রাখবেন পশু-পাখিদের জন্য আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। সারমেয়দের ভালোবাসা নিঃস্বার্থ, মানুষের প্রতি তাদের বিশ্বাস দুর্বল নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষরূপী কিছু ক্রিমিনাল তাদের বিশ্বাসভঙ্গ করে। সম্প্রতি চারিদিকে সারমেয়রা অসুস্থ হচ্ছে পার্ভো ও ডিসটেম্পার রোগে। ভারতবার্তার তরফ থেকে প্রোটিনের আরোগ্য কামনা করার পাশাপাশি, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, বাড়ি ও এলাকার সারমেয়দের সুস্থ রাখার চেষ্টা করুন , সাবধানে রাখার চেষ্টা করুন।