সম্প্রতি 20 নভেম্বর অভিনেত্রী শ্রীলেখা মিত্র-এর বিবাহবার্ষিকী ছিল। তবে 2013 সালে শ্রীলেখার সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী শিলাদিত্য স্যান্যাল-এর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিয়ে ভেঙে গেলেও এখনও সুসম্পর্ক বজায় রয়েছে শ্রীলেখা ও শিলাদিত্য-র। শ্রীলেখার অবচেতনে এখনও হয়তো বাস করেন শিলাদিত্য। এই কারণেই বিবাহবার্ষিকীর দিন শ্রীলেখা ইন্সটাগ্রামে নিজেদের বিয়ের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, বিবাহ বিচ্ছেদ না হলে আজ তাঁদের বিয়ের সতেরো বছর পূর্ণ হতো। একই সঙ্গে তিনি বলেছেন, শিলাদিত্য এতটাই হ্যান্ডসাম যে এরপর কাউকে আর ভালো লাগেনি তাঁর। এমনকি শ্রীলেখা বলেন, কেউ যেন তাঁর পোস্টে স্যাড ইমোজি না দেয় বা বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও যেন না জানায়, তাহলে তাঁদের তৎক্ষণাৎ আনফ্রেন্ড করে দেবেন তিনি। অনায়াসেই বলা যায়, এ হলো শ্রীলেখার একান্ত ভালোবাসা যাপন যা সমাজের পরোয়া করে না।
ইদানিং অভিনেত্রী শ্রীলেখা মিত্র যথেষ্টই সক্রিয় থাকছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তিনি নেটিজেনদের বলেছিলেন, ‘সেক্সারসাইজ’ নয়, এক্সারসাইজেই গ্লো করছেন তিনি। এমনকি নিজের টপ তুলে ‘অ্যাব’ বা বাঙালির বহুচর্চিত ভুঁড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীলেখা দিয়েছেন ‘বডি শেমিং’-এর জবাব। তিনি বলেছেন, জিমে গিয়ে তিনি তাঁর ‘অ্যাব’ টোন করতেই পারেন, কিন্তু এক্ষুণি তার কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না।
শুধু শ্রীলেখাই নন, এর আগে বিখ্যাত পপ সিঙ্গার ম্যাডোনাও নিজের ‘টামি’ দেখিয়ে সংবাদমাধ্যমে বলেছিলেন, নাভিতে হাত দিলে তিনি এক আলাদা শক্তি অনুভব করেন। কিন্তু তারও আগে আমেরিকায় মেয়েরা ব্রা পুড়িয়ে আন্দোলন করেছিলেন। বারবার নারীরা পুরুষতান্ত্রিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শরীরের উপর নিজেদের অধিকারের কথা ঘোষণা করেছেন। এবার শ্রীলেখার কথাতেও পাওয়া গেল তার ছোঁয়া। একসময় লেখিকা তসলিমা নাসরিনও বলেছিলেন, নারীই নিজের শরীর নিয়ে একমাত্র নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। কারণ এই মানবশরীরের সৃষ্টি নারীশরীর থেকেই হয়। শ্রীলেখাও নিজের পোস্টে এই ধরনের মনোভাব পোষণ করেছেন। এই কারণে তাঁর পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। শ্রীলেখার এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছে।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শ্রীলেখা ও শিলাজিৎ অভিনীত শর্ট ফিল্ম ’12 সেকেন্ড’। অংশুমান ব্যানার্জি পরিচালিত এই শর্ট ফিল্মে শিলাজিৎ ও শ্রীলেখা অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। নবাগত পরিচালক অংশুমানের সঙ্গে কাজ করে তাঁর খুব ভালো লেগেছে, জানিয়েছেন শ্রীলেখা। অপরদিকে এবার পরিচালক হিসাবেও ডেবিউ করতে চলেছেন শ্রীলেখা। শ্রীলেখার লেখা সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজ। চিত্রনাট্য লিখেছেন শ্রীলেখা ও ইন্দ্ররূপ ভট্টাচার্য। শ্রীলেখা মিত্র পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করবেন ভরত কল,, চন্দ্রিমা মুখার্জি, শ্রীলেখা নিজে ছাড়াও টলিটাউনের আরো বেশ কিছু পরিচিত মুখ। এছাড়া ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রীলেখা। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন তিনি।