খেলাক্রিকেট

IPL 2023: এটাও কি সম্ভব? ৪ বলের ব্যবধানে বাজপাখির মত উড়ে ২টি ক্যাচ ধরলেন মার্করাম

গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন অনবদ্য ফিল্ডিংয়ের নিদর্শন দেখিয়েছেন মার্করাম।

Advertisement

ক্রিকেটের পরিভাষায় হয়তো এমন দুর্দান্ত ফিল্ডিংয়ের কাহিনী বর্ণনা করার মত শব্দ নেই। গতকাল সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক মার্করামের কর্মকান্ডে হতবাক ক্রিকেট প্রেমীরা। একটি দলকে জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন সেই দলের অধিনায়ক। সেটি হোক ব্যাটিংয়ের মাধ্যমে কিংবা বোলিংয়ের মাধ্যমে। তবে গতকাল শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জয়ের উদ্দেশ্য এক অদ্ভুত পন্থা বেছে নিয়েছিলেন হায়দ্রাবাদের অধিনায়ক মার্করাম। তিনি তার দুর্দান্ত ফিল্ডিং দ্বারা বিরোধী দলে ভাঙন ধরিয়ে ম্যাচ জয়ের রাস্তা সুগম করার অদ্ভুত প্রচেষ্টা করেন।

গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন অনবদ্য ফিল্ডিংয়ের নিদর্শন দেখিয়েছেন মার্করাম। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাইয়ের কাছে ১৪ রানের ব্যবধানে হেরেছে সানরাইজ হায়দ্রাবাদ। আপনাকে জানিয়ে রাখি, গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জিতের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অধিনায়ক মার্করাম। তবে ব্যাটিং করতে নেমে মুম্বাইয়ের ওপেনিং জুটিতে বিধ্বংসী পারফরম্যান্স করা শুরু করেন রোহিত শর্মা এবং ঈশান কিষান।

তবে জনসেনের ওভারের প্রথম বলে স্টেপ-আউট করে মারতে যান ঈশান কিষাণ। বলটি তাঁর ব্যাটের উপরের দিকে লেগে শূন্যে উঠে যায়। অতিরিক্ত বাউন্সের কারণে শটটি তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফলে এক্সট্রা-কভার অঞ্চলের দিকে বলটি ওপরে উঠে যায়। মিড-অফ অঞ্চলে দাঁড়িয়ে থাকা মার্করাম বেশ খানিকটা ছুটে এসে দুর্দান্ত ক্যাচ লুফে নেন। এরপর ওই ওভারের পঞ্চম বলে সূর্য কুমার যাদবের অদ্ভুত ক্যাচ তালুবন্দী করেন মার্করাম। যে ক্যাচটি তিনি ধরেন, তা দেখে চক্ষু ছানাবড়া হয়ে যায় ক্রিকেট বিশেষজ্ঞদের। মিড-অফ থেকে নিজের বাঁদিকে ছুটে গিয়ে অস্বাভাবিক ক্ষিপ্রতায় বাজ পাখির মত ঝাঁপ দিয়ে বলটিকে তালুবন্দি করেন মার্করাম, যা দেখে হতভাগ হয়েছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

Related Articles

Back to top button