গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মহাযুদ্ধে নেমেছিল ভারত এবং পাকিস্তান। যেখানে ভারত বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানকে লজ্জাজনক ভাবে পরাজিত করে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে পৌঁছেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শক্তিশালী দল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৪২.৫ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে সক্ষম হয় বাবর আজমরা। যা ভারতীয় দল ৩ উইকেট হারিয়ে ১৯.৩ ওভার বল হাতে থাকতেই তুলে নেয়। উল্লেখ্য, এই নিয়ে ভারতীয় দল বিশ্বকাপে টানা ৮ বার পরাজিত করেছে পাকিস্তানকে।
এদিকে ক্রিকেটের রোমাঞ্চ শেষ হতে না হতেই মহা-বিপদে পড়েছে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী একটি দল। মাঝপথে চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন অধিনায়ক। আজ্ঞে হ্যাঁ, গতকাল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই তথ্য প্রদান করা হয়েছে। চোটের কারণে বর্তমান ওয়ানডে বিশ্বকাপ (ODI বিশ্বকাপ-2023) থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার চমিকা করুনারত্নে। ডান উরুর পেশীতে চোটের কারণে শনিবার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শানাকা।
আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত শ্রীলংকা দুটি ম্যাচ খেলেছে। যেখানে প্রত্যেকটি ম্যাচে পরাজিত হয়েছে শানাকার শক্তিশালী এই দলটি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানের ব্যবধানে পরাজিত হওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি। চলমান রত বিশ্বকাপে আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে শ্রীলংকা।