ফেব্রুয়ারিতে নয়, আজই (৬ই ডিসেম্বর, ২০১৯) চার হাত এক হতে চলেছে সৃজিত-মিথিলার। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে হাজির হয়েছেন মিথিলার পরিবার। মুখোপাধ্যায় বাড়িতে শুক্রবার সন্ধ্যায় পরিবার ও পরিচালকের কিছু কাছের মানুষের উপস্হিতিতে আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সৃজিত-মিথিলা। লাল জামদানিতে সাজবেন মিথিলা তো অপরদিকে পাজামা-পাঞ্জাবি সঙ্গে জোহরকোর্ট পড়বেন সৃজিত। খাওয়ার পাত্র থাকছে বিশেষ আয়োজন। প্রসঙ্গত, বছর খানেক আগে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় এই জুটির। তারপরই প্রেম। আর এবার শুভ পরিণয়।
Related Articles
মুক্তি পেল OTT সিরিজের সেরা বোল্ড ওয়েব সিরিজ, একা দেখলে পাবেন মজা (Updated Web Series)
January 17, 2025
Hot Dance Video: যুবতীর সাহসী নাচে তরুণদের রাতের ঘুম উড়েছে, নিরিবিলিতে উপভোগ করুন ভিডিওটি
January 17, 2025