দেশনিউজ

নতুন চেহারায় ফিরছে SSC! নিয়োগ কয়েক হাজার কর্মী

Advertisement

তৃণমূল সরকারের বর্তমান লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচন। মমতা বন্দোপাধ্যায়ের সম্পূর্ণ লক্ষ্য হলো শক্তি বৃদ্ধির পাশাপাশি মানুষের মন জয় করা। সেই জন্যই ভোটের আগে কয়েক হাজার কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। শীঘ্রই কর্মী নিয়োগের জন্য ফের স্টাফ সিলেকশন কমিশন ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করেছে রাজ্য। তবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে বহু তর্ক-বিতর্ক।

স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির হাতে তুলে দেওয়া হবে নন-পিএসসি পদের কর্মী নিয়োগ। অপরদিকে নিষ্ক্রিয় হয়ে পড়েছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড।

২০১২ সালে পিএসসির হাত থেকে গ্রুপ বি, সি, ও ডি পদমর্যাদার কর্মী নিয়োগের ক্ষমতা তুলে এসএসসির হাতে দেওয়া হয়৷ এসএসসিকে ফিরিয়ে আনার জন্য ২০১৫ সালে বিধানসভায় বিল পাস করা হয়৷ কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার এসএসসিকে পুরোপুরি বন্ধ করে দেয়। এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্য গ্রুপ ডি রিক্রুটমেন্টের বোর্ড তৈরি করা হয়। ২০১৭ সাল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড প্রথম ও শেষ পরীক্ষা নিয়েছিল। তারপর সেই গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে।

সরকারের এসএসসি ফিরিয়ে আনার সিদ্ধান্ত মানুষের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। কোটি টাকা খরচ করে পৃথক নিয়োগকারী সংস্থা গড়ে তোলার কি প্রয়োজন ছিল? এসএসসির ফিরে আসার কারণ কি? গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডকে নিষ্ক্রিয় করার কারণ? ইত্যাদি। এসব নিয়ে এখন বিভ্রান্ত সবাই।

Related Articles

Back to top button