Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এসএসকেএম হাসপাতালে এবার শুরু হবে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা

করোনায় আক্রান্ত গোটা বিশ্ব।দিনের পর দিন বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস।দেশের অন্যান্য হাসপাতালের পাশাপাশি এবার এই রাজ্যের এসএসকেএম হাসপাতালেও এই ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করা হবে। সূত্রের…

Avatar

করোনায় আক্রান্ত গোটা বিশ্ব।দিনের পর দিন বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস।দেশের অন্যান্য হাসপাতালের পাশাপাশি এবার এই রাজ্যের এসএসকেএম হাসপাতালেও এই ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করা হবে। সূত্রের খবর বুধবার থেকে শুরু হবে এই প্রক্রিয়া।

রাজ্যে এর আগে করোনাভাইরাস পরীক্ষা হতো বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে কেন্দ্রীয় সংস্থা নাইসেডে।এটির পর এই রাজ্যে এই হাসপাতাল দ্বিতীয় যেখানে এই ভাইরাসের পরীক্ষা হবে। এখনও অব্দি জানা গেছে এই পরীক্ষা হবে এসএসকেএমের মাইক্রোবায়োলজি বিভাগে। তবে শুধু এই হাসপাতালই নয়। চলতি মাসের মধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ এবং মালদহ মেডিকেল কলেজে শুরু হবে করোনা ভাইরাস পরীক্ষা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের, করোনা ভাইরাসের সমস্ত আপডেট পেতে বাজারে আসলো মোবাইল অ্যাপ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে প্রবাসী সহ মোট ৫০ জন ভারতীয় নাগরিকের এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ভারতের দিল্লী, হরিয়ানা, কেরল, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, পাঞ্জাব, কর্ণাটক এবং মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে।

About Author