নিউজরাজ্য

এগরার চা চক্রে হঠাৎই বিপত্তি, দিলীপ ঘোষকে নিয়ে ভেঙে পড়ল মঞ্চ

Advertisement

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচারে নেমে পড়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বাংলার গেরুয়া শিবির মানুষের মন জয় করার উদ্দেশ্যে কঠোর প্রচার কর্মসূচির দ্বারস্থ হয়েছে। বাংলা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সভা করছেন। প্রায় প্রতিদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে নিউটাউন ইকোপার্ক বা সল্টলেক সেন্ট্রাল পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক মতামত ব্যক্ত করছেন। এছাড়াও প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চা চক্রের নাম দিয়ে বিভিন্ন জনসমাবেশ করছেন।

এরইমধ্যে আজ অর্থাৎ শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের এগরাতে চা-চক্রে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে দিতে হঠাৎই ঘটে বিপত্তি। এক ঝাঁক বিজেপি নেতা কর্মী ও দিলীপ ঘোষকে নিয়ে মঞ্চ ভেঙে পড়ে। তবে মঞ্চের উচ্চতা খুব একটা বেশি না হওয়ায় কারোর তেমনভাবে কোন চোট লাগেনি। কিন্তু এই মঞ্চ ভাঙ্গা নিয়েও শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি দিলীপ ঘোষ।

এগরার চা চক্রে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যাবেন বলে স্থানীয় বেশ কিছু বিজেপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনের সম্বন্ধে দিলীপ ঘোষ তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে দিলীপ ঘোষ স্থানীয় কিছু নেতাকর্মীদের সাথে দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু হঠাৎই সেই মঞ্চে বসে যায়। কিন্তু মঞ্চের উচ্চতা মাটি থেকে ছিল সামান্যই। তাই কোনো নেতাকর্মীর বা দিলীপ ঘোষের আঘাত লাগেনি। তবে সেই মুহূর্তে অকষ্মাৎ ঘটনাতে উত্তেজনা ছড়ায় উপস্থিত জনগণের মধ্যে।

দিলীপ ঘোষ পরিস্থিতি সামলানোর পর এই মঞ্চ ভাঙা ঘটনা নিয়ে শাসকদলকে বিদ্রুপ করতে ভুলেননি। তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “আজ যেমন এখানে মঞ্চ ভাঙলো ঠিক কিছুদিন বাদে মে মাসে সরকারটাই ভেঙে যাবে।” এছাড়াও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, “আজ অনেকদিন পর এগরার জনগণের সাথে আমার দেখা হল। এরা সবাই আসন্ন নির্বাচনে বিজেপিকেই শাসক দল হিসেবে চায়। আসলে গোটা বাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল শুধুমাত্র অরাজকতা চালাচ্ছে। বাংলাকে আবার সুস্থ করতে বিজেপিকে আনতেই হবে।”

Related Articles

Back to top button