Jio ও Airtel এর থেকে অনেক সস্তায় ভারতে ইন্টারনেট দেবেন এলন মাস্ক, দেখুন কবে ভারতে আসছে Star Link?
এই কোম্পানিটি খুব কম সময়ের মধ্যে ভারতে আসতে চলেছে
জিও এবং এয়ারটেল এই মুহূর্তে ভারতের সবথেকে বড় টেলিকম অপারেটর সংস্থা। এই দুটি সংস্থার কাছে ভারতের সবথেকে বেশি মোবাইল কানেকশন রয়েছে। তবে এবারে তাদের এই বাজারে তোলপাড় করতে আসছে একটি নতুন টেলিকম অপারেটর সংস্থা। এই নতুন সংস্থার কর্ণধার হতে চলেছেন টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা এলন মাস্ক। আর তিনি যখনই কোনো মার্কেটে আসেন, তখন সেই মার্কেটে ঝড় তুলে দেন। ইতিহাস বলে, বিশ্বের সবথেকে সফল ব্যবসায়ীদের মধ্যে একজন হলেন এলন। তাই ভারতের টেলিকম অপারেটরের দৌড়ে তার প্রবেশকে খুব একটা ছোট করে দেখতে চাইছেন না কেউ।
সূত্রের খবর এলন নাকি নিজের স্টার লিঙ্ক কোম্পানিকে নিয়ে ভারতের এই টেলিকমের দৌড়ে নামতে চলেছেন। আর এই বিষয়টা মুকেশ আম্বানি এবং সুনীল মিত্তলের জন্য বেশ কঠিন হয়ে যাবে। ভারতে স্যাটেলাইট টেন্ডার পাওয়ার পরেই তারা এই বাজারে আত্মপ্রকাশ করতে পারবেন। এরপরেই বাজারে আপনি স্টার লিঙ্ক কোম্পানির ডেটা পরিষেবা দেখতে পাবেন।
স্টারলিংক বিশ্বের ৬০টি দেশে তার সেবা প্রদান করছে। ভারতের কথা বললে, এখন পর্যন্ত শুধুমাত্র Jio এবং Airtel-এর কাছে স্যাটেলাইট এবং ডেটা যোগাযোগের লাইসেন্স রয়েছে। এর মধ্যে রয়েছে Airtel এর One Web এর সাথে Jio 4 Satcom। এখন Jio এবং Airtel ছাড়াও Elon Musk-এর Starlink-ও এই লাইসেন্স পেতে চলেছে। তবে, আপনাদের জানিয়ে রাখি, ভারতে আসার এটি মাস্কের দ্বিতীয় প্রচেষ্টা। গত বছর ভারতে লাইসেন্স পেতে পারেননি মাস্ক। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।