আজ থেকে শুরু সংসদের শেষ অধিবেশন, শীতকালীন অধিবেশন। আজ অর্থাৎ ১৮ই নভেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই শীতকালীন অধিবেশন। গুরুত্বপূর্ণ এই শীতকালীন অধিবেশনে আলোচনা হবে কাশ্মীর সমস্যা, আর্থিক মন্দা, ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা নিয়ে।
এই অধিবেশনে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আলোচনা আবার উঠতে পারে বলে জানা যাচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে আশ্বাস দিয়েছেন যে, সরকার সমস্ত ইস্যু নিয়েই বিরোধীদের সাথে আলোচনা করতে রাজি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই অধিবেশনে নাগরিকত্ব সংরক্ষণ বিল নিয়ে সর্বাধিক আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। এই বিলে প্রতিবেশী দেশ গুলো থেকে বিতাড়িত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বিল, অ্যান্টি মেরিটাইম পাইরেসি বিল সহ ৪৭ টি অন্যান্য বিল নিয়েও আলোচনা হতে পারে। কেন্দ্রীয় সরকার এই অধিবেশনে দুটি অর্ডিন্যান্স পাস করতে চায়, একটি কর সংক্রান্ত অন্যটি ইসিগারেটের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত।
মোট ২৬ দিন ধরে চলবে সংসদের শীতকালীন অধিবেশন। এনডিএ জোট থেকে শিবসেনা বেরিয়ে যাওয়ায় এবার তারা বসবে বিরোধী আসনে। এর মাঝে ২৬ নভেম্বর সংসদ দিবস, ওইদিন বসতে পারে সংসদের যৌথ অধিবেশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এবার আর্থিক মন্দা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে হবে, কিভাবে তিনি তা সামলান সেটাই এখন দেখার।