BREAKING: রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ১০ জুন পর্যন্ত বন্ধ, ঘোষণা মমতার
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১০ জুন পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে অনলাইনে পড়াশুনা চালিয়ে যেতে বলেছেন। এছাড়া টেলিভিশনের বিভিন্ন সংবাদ চ্যানেলে যেভাবে পড়াশুনা নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে, সেটা চালিয়ে যাওয়া হোক আর এই নতুন উদ্যোগকে মুখ্যমন্ত্রী ‘খুব ভালো’ বলেছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন যে বেশ কয়েক বছর ধরেই অতিরিক্ত তাপমাত্রার কারণে স্কুলগুলির গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। এবার ও গরমের ছুটির সময় চলে এসেছে, তাই মাঝখানে কয়েকদিনের জন্য না খুলে একেবারে ১০ জুন পর্যন্ত করা হল। এই ছুটিটাকে একসাথে গরমের ছুটির সাথে এডজাস্ট করা হল। এর সাথে পয়লা বৈশাখের পর থেকে আবার মিড ডে মিল দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ করিয়ে দেবার বিষয়টিও তিনি পুনরায় উল্লেখ করেছেন।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাংলায় লকডাউন চলবে, একথাও তিনি বৈঠকে আজ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তিনি একাধিক দাবি তুলেছেন, সেই দাবিগুলি নিয়েও সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছেন। এর পাশাপাশি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫। যার মধ্যে ১৬ টি পরিবারেরই ৭০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন।