কমল স্টেট ব্যাঙ্কের সুদের হার। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানো হবে বলে জানিয়েছে দেশের বৃহত্তম ঋণপ্রদায়ী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে যে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রয়েছে এমন সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে কমিয়ে ৩.২৫ শতাংশ করা হবে। তবে ১ লক্ষ টাকার ওপরে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অপরিবর্তিত থাকবে। এছাড়াও মেয়াদি আমানতে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
১ বছর থেকে অনূর্ধ্ব ২ বছরের মেয়াদি আমানতে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে ১-২ বছরের মেয়াদে সুদের হার কমিয়ে ৬.৪০ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ৬.৫০ শতাংশ। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে সমস্ত নতুন সুদের হার। বাজারে নগদের জোগান যথেষ্ঠ থাকায় সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।