কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বুলেটিন প্রকাশ করা জানানো হলো যে, বাংলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯১। মঙ্গলবার সকাল ৯ টায় প্রকাশিত ওই বুলেটিনে বলা হয়েছে মোট ৯১ জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১৩ জন। এছাড়া ৩ জন মারা গেছেন, সুতরাং, এখনও ৭৫ জন মানুষের শরীরে ভাইরাসটি অ্যাক্টিভ রয়েছে।
এর আগে রবিবার রাত ৯ টায় প্রকাশিত আরেকটি বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল তখনও পর্যন্ত করোনা-আক্রান্ত ছিলেন ৮০ জন। তার পর আজ জানা গেছে পশ্চিমবঙ্গে আরও ১১ জনের দেহে ভাইরাসটি পাওয়া গেছে।
তবে কেন্দ্রের দেওয়া তথ্য এবং রাজ্যের দেওয়া তথ্যের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। কারণ,
সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট আক্রান্তদের মধ্যে ৬১ জনের শরীরে সংক্রমণ অ্যাকটিভ রয়েছে। তিনি আরও একটি ব্যাপারে বোঝাতে চাইছিলেন যে, বাংলায় জনঘনত্ব অনেক বেশি হওয়া সত্ত্বেও সংক্রমণ অনেকটাই কম। তার মতে এখনও সামাজিক সংক্রমণ শুরু হয়নি।
রাজ্য ও কেন্দ্রের তথ্যের অমিল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সর্বভারতীয় বিজেপি এবং রাজ্য বিজেপির তরফে অভিযোগ, পশ্চিমবঙ্গের তথ্য গোপন করা হচ্ছে। তবে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আইটি সেল ভুয়ো খবর ছড়াচ্ছে। আমরা কেন্দ্রের তথ্য নিয়ে চ্যালেঞ্জ করিনি। এটা কোনো চ্যালেঞ্জ করার সময় নয়।”