পরিযায়ী শ্রমিকদের অনলাইনে টাকা পাঠাবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যার ফলে হঠাৎ করেই সমস্ত যানবাহন চলাচল পরিষেবা বন্ধ হয়ে যায়। আর এরই মাঝে সবথেকে বেশি সমস্যায় পড়েন পরিযায়ী শ্রমিকেরা। কারন এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজ করতে আসার ফলে লক ডাউনের জন্য তারা নিজেদের বাড়ি ফিতে পারেননি। তাই অন্য রাজ্যেই পড়ে থাকাই সার। কিন্তু এতদিনের জমানো স্বল্প টাকাও আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আর এই দুর্দশার কথা শুনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প চালু করলেন, যার নাম ‘স্নেহের পরশ।’
এই প্রকল্পের মাধ্যমে ভিনরাজ্যে থাকা শ্রমিকেরা অনলাইনেই তাদের টাকা পেয়ে যাবেন। প্রত্যকে এক হাজার টাকা করে পাবেন। আগামী সোমবার থেকে চালু হবে এই নতুন প্রকল্প। বাংলার মুখ্যমন্ত্রী ১৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠির মাধ্যমে আবেদন করেছিলেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা ভাবার জন্য। আর সেই চিঠির উত্তরও দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগেই মুম্বাইয়ের বান্দ্রায় থাকা শ্রমিকদের কঘ্থা শিনে হৃদয় বিগলিত হয় মমতার। যার ফলে রাজ্যে শ্রমিক যারা ভিনরাজ্যে দুর্দশায় দিন কাটাচ্ছেন তাদের কথা ভেবে এই নতুন প্রকল্প চালু করেন। ‘স্নেহের পরশ’-এর মাধ্যমে হয়তো কিছুটা আশার আলো দেখবে সেইসব শ্রমিকেরা। আর যাতে এমন মহামারীর মধ্যে দূরদূরান্ত থেকে বাড়ি ফিরতে না হয় তাই মমতার এই প্রকল্প নিসন্দেহে এক স্বস্তির খবর।