Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পুজোর আগেই কি বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা?

Updated :  Friday, September 23, 2022 10:04 PM

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় আরো একবার ধাক্কা খেলো রাজ্য সরকার। বৃহস্পতিবার মহার্ঘ ভাতা পুনর্বিবেষণার আরজি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের হার কতটা? কতটাই বা ফারাক? সব একেবারে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।

এতদিন পর্যন্ত ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত মার্চ মাসে তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। সুখের খবর এবারে আরো ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে মহার্ঘ ভাতা। যদি ডিএ এবং ডিআর ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয় তাহলে ৩৪ শতাংশ থেকে এই মহার্ঘ ভাতা বেড়ে ৩৮ শতাংশ হয়ে যাবে। এর ফলে লাভ হবে পেনশনভোগীদের এবং সরকারি কর্মচারীদের। আগামী ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছে ওই বৈঠকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করবেন তিনি।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে ৩৮ শতাংশ হয়ে গেলে বাংলা সঙ্গে ঠিক কতটা তফাৎ হবে? আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকে ৩১ শতাংশ মহার্ঘ ভাতা এবারে রাজ্য সরকারকে দিতে হবে। যদি কেন্দ্রীয় সরকার আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে তাহলে এই মহার্ঘ ভাতার ফারাক হয়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। তখন রাজ্য সরকারের উপরে আরো চাপ পড়বে বলেই মনে করছেন অনেকে। তবে এই বিষয়টা রাজ্য সরকারের জন্য খুব একটা স্বস্তির না হলেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই রায় ছিল অত্যন্ত ইতিবাচক।