পুরসভার স্বাস্থ্য কর্মীদের কুর্নিশ জানিয়ে ৯৫% ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার, টুইট করে ঘোষণা ফিরহাদ হাকিমের 

একদম সামনের সারিতে দাঁড়িয়ে চিকিৎসক, নার্সদের সাথে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের সেই লড়াইকে এইবার কুর্নিশ জানাল বাংলার রাজ্য সরকার। ৪৪ থেকে ৯৫% পর্যন্ত ভাতা বাড়ানো হচ্ছে পুরসভার স্বাস্থ্য কর্মীদের। তার সাথে তাদের টার্মিনাল বেনিফিট হিসেবে এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে। বুধবার এক টুইটের মাধ্যমে এমনটাই জানিয়েছেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুর স্বাস্থ্য কর্মীদের ভাতা এর আগে ছিল ৩,১২৫ টাকা। যা এখন ৪৪% বাড়িয়ে ৪,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এর সাথে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ফাস্ট টিয়ার সুপারভাইজারদের ভাতা ছিল ৩,৩৩৮ টাকা৷ যা এখন ৬,০০০ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে ভাতার বৃদ্ধি ৯৫%।

এর সাথে স্বাস্থ্যকর্মী এবং ফার্স্ট টিয়ার সুপারভাইজার দুই কর্মীদের ক্ষেত্রেই চুক্তি শেষে বা অবসরের সময় এককালীন ৩ লাখ টাকা দেওয়ার কথা এদিন ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানিয়েছেন, টার্মিনাল বেনিফিট হিসেবে উভয় ক্ষেত্রের কর্মীদেরই এক সাথে ৩ লাখ টাকা দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন,রাজ্য অর্থ দফতর এই ভাতা বৃদ্ধির সুপারিশে অনুমোদন দিয়েছে।

এইদিন স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে টুইট করে ফিরহাদ হাকিম লেখেন, করোনা মহামারী গোটা পৃথিবীকে এটা বুঝিয়ে দিয়েছে যে আমাদের জীবনে স্বাস্থ্যকর্মীদের গুরুত্ব কতটা অপরিসীম। প্রতিদিন তাঁরা আমাদের জন্য এই লড়াই লড়ে গিয়েছেন। তাই তাঁদের লড়াইকে কুর্নিশ জানিয়ে এই ঘোষণা করতে পেরে আমি অনেক খুশি।