সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি বিশেষ নিয়োগের সুখবর নিয়ে এলো রাজ্য স্বাস্থ্য বিভাগ। আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করতে থাকেন এবং বেকার সমস্যায় একেবারে জর্জরিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন চাকরির সুযোগ। রাজ্যের জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এই নিয়োগের আয়োজন করা হয়েছে। এখানে ব্লক লেবেলে প্রাইমারি হেলথ সেন্টার তথা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। তার সাথেই থাকছে মোটা অংকের বেতন।
এই চাকরিতে আবেদন করার জন্য আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এর জন্য প্রথমে আপনাকে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তারপর অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাকে নিজের নাম বাবার নাম অথবা স্বামীর নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা কাজ স্ট্যাটাস সবকিছু দিতে হবে ভালোভাবে। তারপরে নিজের ইমেইল আইডি এবং সক্রিয় একটি মোবাইল নম্বর আপনাকে আপলোড করতে হবে। এরপর নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এবং সঙ্গে কিছু ডকুমেন্ট আপলোড করে আপনাকে এই ফর্ম ফিলাপ সম্পন্ন করতে হবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনের কাজ সম্পূর্ণ হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনিয়োগের আবেদনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট অবশ্যই রাখবেন তার মধ্যে রয়েছে বয়সে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট, রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং সিগনেচার, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট, এবং সবশেষে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
এই কাজের জন্য কর্মীদের উচ্চ হারে বেতন দেওয়া হবে। চাকরিতে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন ২০ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য সর্বাধিক বয়সসীমা মোটামুটি ৪০ বছর ধরা হয়েছে। এর নিচে যে কেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কর্মী নিয়োগ মূলত একটি লিখিত পরীক্ষা এবং এরপর ইন্টারভিউ এর মাধ্যমে হবে। এছাড়াও পদ সম্পর্কিত কাজে কর্ম অভিজ্ঞতার উপরে অতিরিক্ত নম্বর পাবেন চাকরিপ্রার্থীরা। সবশেষে জানিয়ে রাখি এই কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। স্বাস্থ্য বিভাগের এই কর্মী নিয়োগে আবেদন জানাতে চাইলে আপনাকে যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করে রাখতে হবে। যদি পদ বিষয়ক যেকোনো একটি শাখায় স্নাতক করা থাকে তাহলে সেটা আরো ভালো।