আর কয়েকদিন পরে হতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জামা কাপড় ঘুরতে যাওয়া সব কিছুই জড়িয়ে থাকে এই দুর্গাপূজার সঙ্গে। কিন্তু এই অগ্নিমূল্যের বাজারে, সব কিছুই এতটা দামি হয়ে উঠেছে যে অনেকেই হয়তো নিজের কাঙ্খিত শখ পূরণ করতে পারেন না। তাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপুজোর আগে নিয়ে এলেন একাধিক জনমুখী প্রকল্প, যার মাধ্যমে তিনি পুজোর আগেই বাংলার জনতা কে দিতে চলেছেন মোটা অংকের বোনাস। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দশটি জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেখানে পুজোর আগেই নিতে পারে টাকা। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ব্যাংক একাউন্টে পৌঁছে গিয়েছে এই টাকা।
বাংলার অর্থ ভান্ডারে অভাব থাকলেও বাংলার মানুষকে উৎসবমুখর করে তোলার জন্য নতুন পদক্ষেপ নিতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ৪৩ হাজার পুজা কমিটির কাছে ষাট হাজার টাকা করে অনুদান দেবার ঘোষণা করেছেন তিনি। তার পাশাপাশি, গোটা রাজ্যের মানুষের বিদ্যুৎ বিলের উপরে মোটা অংকের ছাড়ের ঘোষণা করেছেন তিনি। বিষয়টা আদালত অবধি গড়ালেও, বাংলার মুখ্যমন্ত্রী এই পুজোর মৌসুমে কাউকেই অখুশি দেখতে চান না।
তবে এবারে রাজ্য সরকারের কর্মীদের জন্যও দরাজ হস্তে খরচ করার জন্য প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। নিয়মমাফিক প্রত্যেক মাসে একেবারে পহেলা তারিখে বেতন পেয়ে থাকেন রাজ্য সরকারের কর্মচারীরা। এমনকি রাজ্যের প্রাক্তন কর্মচারীরাও সময়মতো পেয়ে থাকেন বেতন। তবে যেহেতু পূজো এ বছর অক্টোবর মাসের একেবারে প্রথমে, মাস পয়লার দুদিন আগেই রাজ্য সরকারের প্রত্যেক কর্মচারী ব্যাংক একাউন্টে অক্টোবর মাসের বেতন পৌঁছে যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে, রাজ্যের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই আগাম বেতনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।
নবান্ন সূত্রে খবর, এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে রাজ্য সরকারের বর্তমান কর্মচারীরা বেতন পেতে চলেছেন। অন্যদিকে, অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই পেনশনের সুবিধা পাবেন ২৯ তারিখ, অর্থাৎ বর্তমান কর্মচারীদের ঠিক একদিন পরে। শুধু তাই নয়, বেতন ছাড়াও এবারে সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ছুটির বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী। পুজো উপলক্ষে একেবারে টানা ১০ দিন পর্যন্ত রয়েছে ছুটি। তার পাশাপাশি অক্টোবর মাসেই রয়েছে কালীপুজো ভাইফোঁটা এবং অনেক উৎসব। অর্থাৎ বলতে গেলে, এবছর অক্টোবর মাসে প্রায় ১৫ দিন মতো ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মচারীরা।