রাজ্যে শুরু হতে চলেছে নতুন কর্মসূচি “চলো গ্রামে।” আজ থেকেই শুরু হবে সরকারের এই কর্মসূচি। মুখ্যসচিবের নির্দেশ ছিল আগেই। এবার সেটিকে বাস্তবায়িত করার পথে রাজ্য সরকার।
১৪ ডিসেম্বর শনিবার হুগলির জেলাশাসকের নেতৃত্বে জনগণের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে দিতেই এই কর্মসূচি। এছাড়া জেলার সমস্ত আধিকারিকরা বলাগর ব্লকের বিভিন্ন গ্রাম পর্যবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন।
এই উদ্যোগের মধ্যে রয়েছে, গণশুনানি, বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান শিবির ও পরিষেবার পরিদর্শন। এগুলি ছাড়াও জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা রাতে থাকবেন জেলার গ্রামগুলিতে। সর্বশেষে ব্লক ও গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা সভার আয়োজন করা হবে।