কৃষকদের জন্য বড়সড় পদক্ষেপ, ১০৯ টি চেকপোস্ট তুলে দেবে রাজ্য সরকার
রাজ্যের ১০৯ টি চেকপোস্টের কারণে কৃষিজাত পণ্য বাইরে পাঠাতে অনেক সমস্যায় পড়তে হয় রাজ্যের কৃষকদের। চেকপোস্টের কারণে শষ্য নষ্ট হওয়ার একাধিক অভিযোগ জমা করা হয় মুখ্যমন্ত্রীর কাছে।এরপরই তিনি এই চেকপোস্টগুলি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন যে, মাছ বা শস্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেকপোস্ট গুলিতে প্রত্যেকটি গাড়ি পরীক্ষা করা হয়। এতে ৩ থেকে ৪ ঘণ্টাও দাঁড়িয়ে থাকার ফলে অনেক সময় মাছ ও সবজি নষ্ট হয়ে যায়। যার ফলে একাধিক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের।
এই নিয়ে একাধিক অভিযোগও জমা পড়ে মুখ্যমন্ত্রীর কাছে।এরপর কৃষিজাত পণ্য যাতায়াতের বাঁধা কাটাতে বুধবার নবান্ন থেকে তিনি রাজ্যের ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়া হবে বলে ঘোষণা করেন। বুধবার বেলা ৩টে নাগাদ নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কৃষকদের সুবিধার্থে ১লা এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন : আগামীকাল রাজ্যে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া পদক্ষেপ
তিনি জানান দীর্ঘদিন ধরেই কৃষকরা এই বিষয়ে অভিযোগ করেছেন তবে চেকপোস্ট তুলে দেওয়া হলে যে সেখানকার কর্মীরা কর্মহীন হবে এমনটা নয়।তাদের প্রত্যেককে নিকটবর্তী কিষাণ মাণ্ডিতে নিয়োগ করা হবে। শুধু এই বিষয় নয় করোনা প্রসঙ্গে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তিনি বলেন, বেলেঘাটা আইডিতে করোনা সন্দেহে ৩ জনকে ভর্তি করা হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এখনও পর্যন্ত এ রাজ্যে আক্রান্তের সংখ্যা শূণ্য বলে জানান তিনি।