নিউজরাজ্য

৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফলপ্রকাশ করতে হবে, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

কিভাবে ফল প্রকাশ হবে তা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত

Advertisement

দ্বাদশ এর ফলপ্রকাশ নিয়ে এখনো পর্যন্ত অনেকের মনে অনেক দ্বন্দ্ব রয়ে গিয়েছে। কেউ ঠিক করে বুঝতে পারছেন না কিভাবে ফলপ্রকাশ হবে এবং কীভাবে মূল্যায়ন হবে। একাধিক অভিভাবকদের দাবি, একাদশ শ্রেণির নম্বর না যোগ করে অন্য ভাবে মূল্যায়ন করা, সেই নিয়ে একাধিক দাবির জমা পড়েছে একাধারে কেন্দ্রীয় বোর্ড এবং রাজ্য বোর্ডের কাছে। দ্বাদশের ফলপ্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করা হয়েছিল। সেই মামলার রায় ঘোষণার সময় দেশের কেন্দ্রীয় এবং রাজ্য বোর্ডকে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী ৩১ শে জুলাই এর মধ্যে প্রত্যেকটি রাজ্যের বোর্ডকে দ্বাদশ এর রেজাল্ট বের করতে হবেই। কিভাবে ফল প্রকাশ হবে, কিভাবে মূল্যায়ন হবে সেই নিয়ে আগামী ১০ দিনের মধ্যে প্রত্যেকটি রাজ্য কে বিষয়টি স্পষ্ট করতে হবে’ বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদাভাবে মূল্যায়ন করতে পারে।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রত্যেকটি রাজ্য কে একটি নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি মেনে কাজ করতে হবে সেরকম কোনো মানে নেই। সারাদেশে একই পদ্ধতিতে মূল্যায়ন করা সম্ভব নয়। অর্থাৎ আদালত সূত্রে খবর মূল্যায়নের পদ্ধতি প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা হতে পারে। কোন রকম আপত্তি করেনি আদালত এই নিয়ে। তবে, কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে সেই বিষয়টি আগামী ১০ দিনের মধ্যে পড়ুয়াদের কাছে স্পষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

দ্বাদশ এর ফলপ্রকাশ নিয়ে অনেক পড়ুয়ার মধ্যে বিভ্রান্তি রয়েছে। তাই এই বিভ্রান্তি যাতে না থাকে, সেই নিয়ে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আপাতত জুলাইয়ের মধ্যে কোন টালবাহানা করে ফলাফল বের করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে করোনা অতিমারির মধ্যে রেজাল্ট বেরোচ্ছে, তাই মূল্যায়নের মান এবং যোগ্যতা নিয়ে এখনও পর্যন্ত অনেক পড়ুয়ার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে।

Related Articles

Back to top button