সামনেই মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তারই প্রচারে গিয়ে, মঙ্গলবার হরিয়ানার হিসারে প্রধানমন্ত্রী পাকিস্তানকে কড়া আক্রমণ করেন। পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করার হুমকি দেন তিনি। সেই অতিরিক্ত জল পাঞ্জাব ও হরিয়ানার কৃষিকাজে ব্যবহার করার কথা ঘোষণা করেন তিনি।
নির্বাচনী ভাষণে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘৭০ বছর ধরে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের ভাগের জল পাকিস্তানে চলে গিয়েছে। কিন্তু মোদী সেই জল আটকে দিয়ে আপনাদের ঘরে পৌঁছে দেবে।’ একই সাথে কাশ্মীর প্রসঙ্গ তুলে কংগ্রেসকেও এদিন আক্রমণ করেন তিনি। বলেন, ‘দেশ কোন সম্মান পেলে কংগ্রেসের সমস্যা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিলে কংগ্রেসের সমস্যা। নির্বাচনে জিতুক বা হারুক রাজনীতি চলবেই।’ এভাবেই কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসংবাদমাধ্যম সূত্রের খবর, ভারতের নদীগুলি থেকে পাকিস্তানে যাতে জল না যায় সে বিষয়ে পদক্ষেপ শুরু করেছে কেন্দ্র সরকার। সিন্ধুর জল আটকে অতিরিক্ত জল রাভি নদীতে ফেলে পাঞ্জাব-হরিয়ানার কৃষি সমস্যার সমাধান করার চেষ্টা করছে ভারত। এই পদক্ষেপের পূর্বাভাস বুঝতে পেরে তৈরী হচ্ছে পাকিস্তানও।