দূর্গাপুজার পর শীতের আমেজে ছিল রাজ্যবাসী। বৃষ্টি না হওয়ায় মূলত শীতের আবহাওয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু এই মনোরম আবহাওয়ায় খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ঘূর্নাবর্তের সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া মৌসম। বিশেষ করে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আগে জানায় ১৫ অক্টোবর রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। এই মূহুর্তে কিছু কিছু জেলা থেকে সরে গেছে মৌসুমি বায়ু। এবং সেসব এলাকায় শীতের পরিমান একটু বেড়েছে। আবহাওয়াবিদদের মতে এলাকা থেকে বৃষ্টি সরতে আরও দুই থেকে তিনদিন লাগবে।
আবার এক বেসরকারি আবহাওয়া সংস্থার বর্ষা পরবর্তী দীর্ঘমেয়াদী রিপোর্ট অনুযায়ী অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে দক্ষিনবঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ওড়িশার উপকূলবর্তী এলাকা থেকে বাংলাদেশের মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে এই প্রবল ঘূর্ণিঝড়। তবে সেটা কোথায় পড়বে তা বোঝা যাচ্ছে না।