Today Trending Newsদেশনিউজ

করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, নিয়ম না মানলে ৬ মাসের জেল

Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে বিশ্বে। সামান্য অবহেলা করলে কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে, তা বুঝতে পারছে ইউরোপ। এই পরিস্থিতিতে ভারতের কয়েকজন বিদেশ ফেরত পড়ুয়া ও সেলিব্রেটি সরকারি স্বাস্থ্য বিধি না মেনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এমন অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। জানিয়ে দিয়েছে, বিদেশ থেকে দেশে ফিরলে স্বাস্থ্য বিধি মেনে থাকতে হবে হোম কোয়ারান্টিনে।

দেহে সংক্রমণ ধরা পড়লে নিয়ে যাওয়া হবে সরকারি হাসপাতালের আইসোলেশন সেন্টারে। এক্ষেত্রে প্রতিটি নাগরিক সরকারকে সাহায্য করতে বাধ্য। এই বিধিনিষেধ অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে সরকার। সরকারের নির্দেশিকা অমান্য করলে হোম কোয়ারান্টিনে থাকা ব্যক্তিদের জেলে ভরার ঈঙ্গিত দিয়েছে সরকার। মহামারি রোগ প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে হোম কোয়ারান্টিনে থাকা অবস্থায় আইন ভাঙলে। নিয়ম ভঙ্গকারীদের ৬ মাসের জেলের পাশাপাশি ১০০০ টাকা জরিমানা হতে পারে এই আইনে।

আরও পড়ুন : আগামীকাল দেশজুড়ে ‘জনতা কার্ফু’, লক ডাউনের প্রস্তুতি নিচ্ছে ভারত

এই বিষয়ে রাজ্যগুলোকে সতর্ক করেছে কেন্দ্র। হোম কোয়ারান্টিনে থাকা ব্যক্তিদের নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা সংক্রান্ত যেকোন প্রশ্নের উত্তর দিতে সাধারণের জন্য টোল ফ্রি নাম্বার ১০৭৫ চালু করেছে সরকার। ইতিমধ্যে, দেশ জুড়ে করোনা সংক্রমণের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। ফলে সতর্ক থাকতে হবে সবাইকে। কারণ সামাজিক বিচ্ছিন্নতা ছাড়া এই রোগ প্রতিরোধ করার মতো কোন ব্যবস্থার খোঁজ মেলেনি এখনও।

Related Articles

Back to top button