গত ৫ আগস্ট জম্বু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছে ভারত সরকার। আর্টিকল ৩৭০ তুলে নেওয়া নিয়ে কেন্দ্রের বিরোধিতা করেছে অনেক দল। তবে এবার কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ায় কেন্দ্রের সমালোচনা করার পাশাপাশি পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ এনসিপি প্রধান শরদ পাওয়ার। শনিবার মুম্বইয়ে দলের সংখ্যালঘু সেলের এক অনুষ্ঠানে মোদী সরকারের কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, পাকিস্তানে গিয়েছি।
ওখানে মানুষের আতিথেয়তা দেখেছি। দেখেছি ওরা কতটা অতিথি বৎসল। ‘পাকিস্তানিরা খুশি নেই’ এই কথাটি কেবলমাত্র রাজনীতিকে উস্কে দিতেই রটাচ্ছে কেন্দ্র। পাকিস্তানিরা তাঁদের আত্মীয়দের সঙ্গে ভারতে দেখা করতে যেতে না পারলেও তাঁরা ভারতীয়দের তাঁদের আত্মীয় বলে মনে করে।
এছাড়াও ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, এই স্পেশাল স্টেটাস তুলে নিয়ে মোদী সরকার নিজেকে সংখ্যালঘু বিরোধী বলে প্রমানিত করেছে। এতে আগামীকালে উপত্যকায় সন্ত্রাস আরও বৃদ্ধি পাবে।