দেশনিউজ

নিসর্গের দাপট! আরব সাগরের তীরে ডুবিয়ে দিচ্ছে জাহাজ, দেখুন সেই ভয়ানক ভিডিও

Advertisement

আইএমডি আগেই সতর্কতা জারি করেছিল। সেই মত দুপুরে ল্যান্ডফল করেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক ঘন্টা চলবে এর তান্ডব। ১৩০ কিমি বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে আরব সাগরের উপকূলে। ইতিমধ্যেই রায়গড়ে প্রবল ঝড় শুরু হয়েছে। এই ঝড়ের তান্ডবে লন্ডভন্ড দশা মহারাষ্ট্রের।

রত্নগিরি সমুদ্রের এক ভয়ানক দৃশ্যের ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা জাহাজকে কার্যত উল্টে দেওয়ার প্রবল চেষ্টা করছে নিসর্গ। সমুদ্রে চালু হয়েছে প্রবল জলোচ্ছাস। প্রচন্ড গতিতে সমুদ্রে এসে ঢেউ ভাঙছে।

আইএমডি জানিয়েছে, নিসর্গের চোখের ব্যাস ৬৫ কিলোমিটার। রাডারে ঘূর্ণিঝড়ের চোখের অবস্থান স্পষ্ট করা হয়েছে। মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাতে লাল সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে রাখা হয়েছে।

Related Articles

Back to top button