Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যোগিনী বেশে শুভশ্রী! কিন্তু কেন?

সামনেই পুজো। পুজোর কেনাকাটি প্রায় সবারই শেষ। পুজোর গন্ধ থেকে বাঁচেনি টলিউডও। সম্প্রতি শুভশ্রী পুজোর সাজে নিজের একটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। এই ছবিটিতে শুভশ্রীর পরনে বেনারসী, গলায়, হাতে…

Avatar

সামনেই পুজো। পুজোর কেনাকাটি প্রায় সবারই শেষ। পুজোর গন্ধ থেকে বাঁচেনি টলিউডও। সম্প্রতি শুভশ্রী পুজোর সাজে নিজের একটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে।

এই ছবিটিতে শুভশ্রীর পরনে বেনারসী, গলায়, হাতে রুদ্রাক্ষের মালা, কানে ঝুমকো, পায়ে আলতা ও নূপুর, সিঁথিতে সিঁদুর। এই রকম সাজ দেখে খানিকটা যেন যোগিনী দুর্গা মনে হচ্ছে এই অভিনেত্রীকে। তাঁর এই বিশেষ পরিধান একটি স্টিল কোম্পানির উদ্যোগে পুজোর বিশেষ গানের ভিডিও শুটের জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বছরও এই সংস্থার উদ্যোগে পুজো উপলক্ষে বিশেষ গান ও ভিডিও শুট করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যেখানে দেখা গিয়েছিল মিমি, নুসরত, শুভশ্রী, বনি, জিৎ গঙ্গোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

গত বছরের মিউজিক ভিডিওটির জনপ্রিয়তা দেখে  এবছরও ওই সংস্থার তরফ থেকে পুজোর গানের বিশেষ ভিডিও শুট করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই নন এই গানের ভিডিওতে মিমি ও নুসরাতকেও দেখা যাবে।

About Author