Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেউ কেউ মনে করেন নন্দীগ্রাম আন্দোলন তার ব্যক্তিগত, শুভেন্দু কে নাম না করে কটাক্ষ সুব্রত বক্সীর

বুধবার একেবারে রাত ১২ টা নাগাদ নন্দীগ্রাম শহীদ দিবস উদযাপন করে সকলকে চমকে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এরপর সূচি অনুযায়ী বৃহস্পতিবার তৃণমূল শহীদ মঞ্চে এসে শুভেন্দু কে নাম না…

Avatar

বুধবার একেবারে রাত ১২ টা নাগাদ নন্দীগ্রাম শহীদ দিবস উদযাপন করে সকলকে চমকে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এরপর সূচি অনুযায়ী বৃহস্পতিবার তৃণমূল শহীদ মঞ্চে এসে শুভেন্দু কে নাম না করে কড়া বার্তা দিয়েছে। সুব্রত বক্সী জানিয়েছেন, নন্দীগ্রাম আন্দোলন সাধারন মানুষের আন্দোলন আর সেই আন্দোলনের একজন নেত্রী হলে মমতা।

৭ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার শহীদ স্মরণে শ্রদ্ধা জানানোর কথা ছিল শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তৃণমূল নিজেদের মতো করে এই অনুষ্ঠান পালন করার কথা ছিল। তাই বৃহস্পতিবার এই স্মরণ সভা ঘিরে রাজনৈতিক তরজা জমে ওঠার সম্ভাবনা ছিল প্রবল। হল ঠিক তেমনটাই। সুব্রত বক্সিরা শহীদ বেদীতে মালা দেওয়ার আগেই শুভেন্দু অধিকারী সেখানে এসে মালা দিয়ে গেলেন। শুভেন্দু বলে গেলেন,” আমি ছিলাম আছি এবং থাকব। এখন সামনে নির্বাচন। তাই অনেকেই আসবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুভেন্দুর মন্তব্যের পাল্টা সুব্রত বক্সী (Subrata Bakshi) বলেছেন, ” মমতা ক্ষমতায় আসার পর মাওবাদী হামলায় কোন প্রাণহানি হয়নি। ২৯টি প্রকল্পের মাধ্যমে মমতা পঞ্চায়েতের জন্য লড়াই করেছেন। বাংলার মাটিতে মমতার উন্নয়ন প্রতিহত করতে দিল্লি থেকে অনেকেই আসছেন। ক্ষমতায় আসার পর ৬৩ টি প্রকল্প নিয়ে কাজ করেছেন মমতা। সেই কাজের রিপোর্ট কার্ড নিয়ে ঘরে ঘরে গেছেন।

দিল্লির মসনদে পৌঁছাবেন মমতা। এই নির্বাচনকে বলে একটা সাধারণ নির্বাচন নয়, এটা সংবিধান রক্ষার লড়াই। আর নন্দীগ্রাম আন্দোলনের একজন নেত্রী তিনি হলেন মমতা। কেউ কেউ দাবি করেন ওই আন্দোলন তার ব্যক্তিগত। যদি গাছের দুটো চারটে পাতা খসে পড়ে তাহলে গাছের ওজন কমে না। একটা কথা মনে রাখা দরকার, তৃণমূল কোন হেলিকপ্টারে এসে পড়ে নি, ভুঁইফোড় নয়।”

About Author