বলিউডবিনোদন

লকডাউনে বন্ধ শ্যুটিং, টাকার অভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী অভিনেত্রী

Advertisement

কৌশিক পোল্ল্যে: দীর্ঘ লকডাউনের জেরে স্টুডিওপাড়ার সমস্ত কাজই আপাতত স্থগিত রয়েছে ফলে পারিশ্রমিক না পেয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন ফিল্মসিটির সঙ্গে নিযুক্ত কর্মী ও কলাকুশলীরা। এর আগেই অর্থের অভাবে অভিনেতা মনমিত গ্রেওয়ালের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার হাড়হিম করা খবর প্রকাশ্যে এসেছিল, তার রেশ কাটতে না কাটতেই আবারো এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল গোটা বলিউড। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক অভিনেত্রী।

প্রেক্ষা মেহেতা নামক ওই অভিনেত্রী ক্রাইম পেট্রোলে অভিনয়ের পর থেকেই ইন্ডাস্ট্রিতে বিশেষ পরিচিতি লাভ করেন। এরপর ‘মেরি দুর্গা’, ‘লাল ইস্ক’এর মতো ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। মাত্র ২৫ বছর বয়সী এই অভিনেত্রী গতকাল রাতেই সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পরেন। মৃত্যুর ঠিক আগেই সোশ্যাল মিডিয়াতে তার দেওয়া শেষ স্টেটাস ছিল, “স্বপ্নের মৃত্যু হওয়াটাই সবচেয়ে খারাপ”।

আজ সকালে অভিনেত্রীর পরিবারেই লোকেরাই তার ঝুলন্ত দেহটি উদ্ধার করেন। মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে যান অভিনেত্রী তবে তাতে মৃত্যুর কারন সম্বন্ধে স্পষ্ট করে কিছু লেখা নেই। বিশেষ সূত্রে জানা গিয়েছে, লকডাউনের কারনেই মুম্বাই ছেড়ে নিজের বাড়িতে ফিরে যান প্রেক্ষা। দীর্ঘদিন হাতে কোনো কাজ না থাকায় ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি এবং সেই কারনেই আত্মহত্যার পথে বাড়ান অভিনেত্রী।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী রিচা তিওয়ারি। প্রেক্ষার ছবি পোস্ট করে তিনি লেখেন, “এই হাসিমুখের পিছনে যে কতখানি কষ্ট লুকিয়ে থাকে, তা আমরা বুঝিনা। শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যেও সমান গুরুত্ব দেওয়া উচিৎ।”

Related Articles

Back to top button