Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাদা ক্রপ টপে উষ্ণতা ছড়াচ্ছেন সুহানা, নেট দুনিয়ায় উঠলো ঝড়

Updated :  Friday, January 1, 2021 6:21 PM

সমগ্র পৃথিবী জুড়ে পালিত হচ্ছে নববর্ষ।  এর মাঝেই অভিনেতা শাহরুখ খান (Shahrukh khan)-এর কন্যা সুহানা খান (suhana khan) ক্যামেরাবন্দি হলেন অভিনব লুকে। তাঁর পরনে ছিল অফ হোয়াইট রঙের ফারের টপ ও স্কার্ট।  তার সাথে হালকা মেকআপ করেছিলেন সুহানা।  সব মিলিয়ে সুহানাকে সুন্দরী লাগছিল।  সুহানার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  সুহানার মামাতো বোন  আলিয়া ছিব্বর (Alia chibbar) সুহানার ছবির নিচে কমেন্ট করে লিখেছেন, সুহানা কি সত্যিই এই পৃথিবীর কন্যা!  কিছুদিন আগেই দুবাইয়ে থাকাকালীন  আলিয়া-সুহানা জুটি  সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন।  সেই ছবিতে সুহানার পরনে ছিল ক্রপ টপের সঙ্গে হাইরাইজ ডেনিম। আলিয়া পরেছিলেন কালো-অফ হোয়াইট শর্ট ড্রেস।  দুবাইয়ে পরিবারের সঙ্গে আইপিএল দেখতে গিয়েছিলেন সুহানা ও আলিয়া ।  কিছুদিন আগেই  সুহানা ফিরে গিয়েছেন  নিউ ইয়র্কে নিজের কলেজে। কলেজে গিয়েই ইন্সটাগ্রামে কলেজ লাইব্রেরির একটি ছবি শেয়ার করেছেন সুহানা। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, সবচেয়ে সুন্দর মুহূর্ত।

তবে ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন সুহানা।  সুহানা ভারতে থাকাকালীন যখন নিজের ছবি পোস্ট করতেন, তখন তাঁকে প্রায়ই ট্রোল করা হতো তাঁর গায়ের রঙ নিয়ে। সুহানার বাবা শাহরুখ খান এর প্রতিবাদ করলে তাঁকে বলা হয়, তিনি যদি সত্যিই সুহানার গায়ের রং পছন্দ করেন তাহলে তিনি নিজে কেন পুরুষদের ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেন! একসময় শাহরুখ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনটি করা ছেড়ে দেন। এই মুহূর্তে এই ক্রিমের বিজ্ঞাপন করছেন অভিনেতা সলমন খান(salman Khan)।  কিন্তু এই সব কিছুর ফলে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে সোশ্যাল মিডিয়ায় নিজের কমেন্ট সেকশন অফ করে দেন সুহানা খান।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, সুহানাও অভিনয় করতে চান। তবে তার আগে সুহানা ও শাহরুখ দুজনেই মনে করেন, বিনোদন জগত নিয়ে পড়াশোনা করা খুব জরুরী। এছাড়া পেশাদার অভিনেত্রী হিসাবে কাজ শুরু করার আগে সুহানা কয়েক বছর অভিনয়ের ট্রেনিং নিয়ে তবেই অভিনয় জগতে পা রাখবেন বলে জানিয়েছেন শাহরুখ। ইতিমধ্যেই অ্যাসিড-আক্রান্তদের জন্য কাজ করতে শুরু করেছেন সুহানা।