দেশনিউজরাজ্য

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেনি, যারা দেখেছিল, ভুল দেখেছিল, বিস্ফোরক সুজন চক্রবর্তী

Advertisement

নয়াদিল্লি: দীর্ঘ ২৮ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংসের মামলা রায় আজ, বুধবার ঘোষণা করা হয়েছে। অবশেষে এই মামলার নিষ্পত্তি হল আজ। মূল অভিযুক্ত বত্রিশ জনকে কার্যত বেকুসুর খালাস করে দিয়েছে লখনউ সিবিআই আদালত। ফলে বেকসুর খালাস হয়েছেন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা লালকৃষ্ণ আদভানি মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ আরও অনেক হেভিওয়েট নেতারা। আর রায় ঘোষণা হওয়া মাত্র রাজনৈতিক মহলে কার্যত সমালোচনার ঝড় উঠেছে। এই রায় আসলে একটা গট আপ, এমনটাই মনে করছে বিরোধী শিবির। এ বিষয়ে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী ও বিস্ফোরক মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘দেশের বিচারব্যবস্থা যেভাবে কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হয়ে দাঁড়িয়েছে, তাতে মানুষের বিচারব্যবস্থার ওপর থেকে বিশ্বাস ক্রমেই সরে আসবে। এতদিন ধরে যারা জানত বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা কার্যত ‘ক্রিমিনাল অ্যাক্টিভিটি’, তারাই আজ এই রায়ের মাধ্যমে জানল যারা এই অপরাধ করেছে তারা প্রত্যেকেই নাকি বেকসুর খালাস হয়ে গেল। এর ফলে আর যাই হোক নিরপেক্ষ বিচারব্যবস্থা যে দেশের মধ্যে নেই, তা প্রমাণ হয়ে গেল। মোদি-শাহের আমলে সবাই বেকসুর খালাস হয়ে যায়। জ্যোতি বসু বলেছিলেন, এই ঘটনা অসভ্যতা-বর্বরতা। এমনভাবে বলার মত এখন কি কেউ কেন্দ্রীয় সরকারে রয়েছে? কেউ নেই। এই রায় যদি সত্যি ধরে নেওয়া হয়, তাহলে তো বলতে হবে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেইনি। যারা দেখেছিলেন, তারা একটা ইল্যুশানের মধ্যে ছিল। তারা ভুল দেখেছিল।’ এভাবেই কার্যত এই রায়ের তীব্র সমালোচনা করেছেন সুজন চক্রবর্তী।

প্রসঙ্গত,আজ বেলা ১২.১৯ মিনিট নাগাদ বিচারক রায় পড়তে শুরু করেন। তারপর বেলা ১২.২১ মিনিট নাগাদ প্রথম অংশের রায় পড়ে তিনি জানান, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না। অর্থাৎ এতদিন ধরে এই ঘটনাকে যেভাবে একটা বড় ষড়যন্ত্র এবং পূর্বপরিকল্পিত বলা হচ্ছিল, তা কার্যত খারিজ করে দিল লখনউ সিবিআই আদালত। এরপর অবশেষে বেলা ১২.২৪ মিনিট: ৩২ জন মূল অভিযুক্তকে কার্যত বেকুসুর খালাস করার রায় ঘোষণা করা হয়। এই রায় ঘোষণার পরই লাল কৃষ্ণ আদভানিকে শুভেচ্ছাবার্তা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে শুভেচ্ছা বার্তায় তিনি কী বলেছেন, তা সঠিকভাবে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, টেলিফোনের মাধ্যমে এই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অমিত শাহ। শুধু তিনিই নন, জেপি নাড্ডাও ফোনের মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়েছেন লালকৃষ্ণ আদভানিকে।

Related Articles

Back to top button