আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। সোমবার থেকে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তিন দিন ধরে বাঁকুড়া জেলায় বিভিন্ন প্রশাসনিক ও দলীয় কর্মসূচি সারবেন। তার মাঝে বাঁকুড়ার শুনুকপাহাড়ীর সভা থেকে তিনি একাধারে রাজ্যের সব রাজনৈতিক বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণ হানলেন। তিনি নির্বাচনী জনসভায় বিজেপি দলকে “ভোগী” ও সিপিএম দলকে “লোভী” বলে আখ্যা দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর এই কথার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে বাংলাতে তার শেষ অবস্থা। সবাই তৃণমূল কংগ্রেসের ওপর থেকে আস্থা হারিয়েছে। এই পরিস্থিতিতে তিনি ভুলভাল বকছেন।” আর সিপিএম দল লোভী এই কথার প্রতিক্রিয়াই সুজন বাবু বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএমকে লোভী বলছেন! তাহলে হিম্মত থাকলে দলের নেতাদের সম্পত্তি হিসেব দিক মমতা। তৃণমূল আমলে নেতারা যেভাবে ফুলে-ফেঁপে উঠেছে তা হিসেব না দেখালেও রাজ্যের মানুষ খালি চোখে দেখতে পাচ্ছে।”
সেইসাথে সুজন বাবু বিদ্রুপ করে দাবি করেছেন, “সৎ সাহস থাকলে নিজের ভাইপোর সম্পত্তি কত বেড়েছে তার হিসেব কোথায় তা দেখান। রাজ্যে তো আপনার অনেক ভাইপো আছে। তাদের সম্পত্তি কত বাড়ছে তা হিসেব করে দেখে নিন। আর আপনার হাতে তো সিপিএম নেতাদের সম্পত্তির হিসাব আছেই। তুলনা করে নিন সেই হিসাব এবং তারপর ক্ষমতা থাকলে তা জনসাধারণের কাছে প্রকাশ করুন।”