গ্রীষ্ম হোক বা বর্ষা! মশাদের প্রকোপ বেড়েই চলেছে। এর থেকে বাঁচার উপায় কি ?
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বিগত কয়েক বছর ধরে এক অজানা জ্বরে ভুগতে হচ্ছে বহু মানুষকে। এই অজানা জ্বর আর কিছুই না মশাবাহিত ডেঙ্গু জ্বর। গ্রীষ্ম থেকে বসন্ত সব ঋতুতেই বাড়ছে মশাদের প্রকোপ।
এতদিন আমরা ভেবে এসেছি বর্ষা মানেই মশার উৎপাত আর ডেঙ্গির প্রকোপ। কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন শুধু বর্ষা নয় সব ঋতুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তবে ডেঙ্গিতে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি বাড়ে বর্ষার পর আর শীত আসার সন্ধিক্ষণে।
আরো একটি ভুল ধারনা আমাদের রয়েছে যে ডেঙ্গুর মশা শুধু দিনের বেলাতেই কামড়ায়। ২০১৮ সালের এক রিপোর্টে বলা হয়েছে ডেঙ্গুর উৎস এডিস মশা দিনের আলোয় ও রাতের অন্ধকারে দুই বেলাতেই কামড়াতে পারে। রাতে এরা কামড়ায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা। আর দিনের বেলায় সকাল ৭টা থেকে ১০টা ও বিকাল ৪টে থেকে ৬টায় এদের প্রকোপ বাড়ে বেশি।
এই ডেঙ্গু ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এবং এই মশা যেকোনো আবহাওয়ায় নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে পারে।
এই মশা থেকে বাঁচার উপায় হল:- রাতে শোবার আগে মশারির ব্যবহার, চারিদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, জল জমতে না দেওয়া ইত্যাদি। এবং আমাদেরকে এই ডেঙ্গির প্রকোপ কমাতে আরো সচেতন হতে হবে।