কলকাতানিউজ

রবিবার বন্ধ থাকবে উল্টোডাঙা ব্রিজ, ভোগান্তি নিত্যযাত্রীদের

Advertisement

সাম্প্রতিক বেশকিছু বছর ধরে কলকাতার মাঝেরহাট, এবং টালা ব্রীজের অবস্থা দেখে রাজ্য সরকার বেশ চিন্তিত। এই ঘটনাগুলির পর রাজসরকার বারবার অন্যান্য ব্রিজগুলির পরীক্ষা নিরীক্ষা করছে। এবার আরো এক খারাপ খবর এল কলকাতাবাসীর জন্য।

আগামী ১লা ডিসেম্বর রবিবার, স্বাস্থ্যপরীক্ষার জন্য উল্টোডাঙা উড়ালপুল বন্ধ রাখা হয়েছে। কেএমডির তরফ থেকে জানানো হয়েছে, রবিবার, সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রিজটি জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে। ট্রাফিকের কোনো সমস্যা না হওয়ার জন্য এক ভিন্ন পরিকল্পনা নেবে কলকাতা পুলিশ।

সেজন্য সিআইডি মোড় থেকে হাডকো মোড় হয়ে দুদিকের গাড়িগুলিকে দুর্গাপুর ব্রিজ ধরে চলার নির্দেশ দিয়েছে। প্রশাসন পরিকল্পনা করেছে, ওইদিন রবিবার থাকায় যানযটের ভিড়ও খুব একটা থাকবে না, তাই যাত্রীদের খুব একটা সমস্যায় পড়তে হবেনা। তবে দূর্গাপুর ব্রিজে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

গত জুলাই মাসে রাস্তায় ফাটলের জন্য তিনদিন পরিবহন বন্ধ ছিল উল্টোডাঙা ব্রিজ। এরপর আরও ভয়াবহ দুর্ঘটনা হওয়ার হাত থেকে রক্ষার জন্যই মূলত এই ব্রিজটি বন্ধ করা হবে।

Related Articles

Back to top button