নিউজপলিটিক্সরাজ্য

নতুন করে বেকায়দায় তৃণমূল, এবার শুভেন্দু অধিকারীর পোস্টারে দেখা গেল তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের ছবি

Advertisement

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ত্যাগ করেছেন কিছুদিন আগেই। এখনো তার দলবলের জল্পনা চলছেই। এই পরিস্থিতিতে ঘাসফুল শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে এবার বেসুরো দের তালিকায় নাম লেখালেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। এদিন শুভেন্দুর একটি পোস্টারে সুনিল মন্ডলের ছবি দেখা যায়। গোষ্ঠীদ্বন্দ্ব থাকার কথা স্বীকার করে তৃণমূলের অন ধরে তিনি আরও একবার অস্বস্তি বাড়িয়ে দিলেন।

শুভেন্দু অধিকারী এবং বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের ছবি একসাথে একটি ব্যানারে দেখা গিয়েছে দুর্গাপুরে। মঙ্গলবার সকালে, দুর্গাপুরের বিধাননগরের বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখা গিয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারী কে এই পোস্টারে দেখা যাওয়ার ফলে নতুন করে সমস্যার সৃষ্টি হল।

এর আগে শুভেন্দু অনুগামীরা দাদার অনুগামী হিসেবে এই শহরে পোস্টার লাগিয়ে ছিলেন। তবে এবারে দেখা গেল খোদ সাংসদের ছবি। এই পোস্টারে লেখা ছিল,”সুনীলদা আমরা শুভেন্দু দার সঙ্গে তোমাকেও চাই।” এই ব্যানার পরবর্তীতে পাল্টা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সংসদ।

সাংসদ বললেন,”পোস্টার লিখতে কাকে বারণ করব? এগুলো মানুষের ক্ষোভের প্রকাশ। যে যাকে ভালবাসে তার নামে পোস্টার পড়ছে। দলে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং দলের এটা দেখা উচিৎ। নেতাদের এটা নিয়ে বেশি মাথা ব্যথা হওয়া উচিত। সবাইকে নিয়ে লড়তে হবে।” দলের পরিকাঠামোগত সমস্যার জন্য বর্ধমান পূর্বের সাংসদ জানিয়েছেন, “দলটাতে তাড়াতাড়ি ভাঙ্গন ধরবে। গুরুত্ব দিয়ে না দেখলে বিপদ বাড়তে পারে।”

এর আগে অনেকেই দলের ভিতরে ফাটলের কথা প্রকাশ্যে জানিয়েছেন। কিছুদিন আগে কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন। তিনি ছাড়াও জটু লাহিড়ী, শীলভদ্র দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই দলের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন। আবার পাল্টা মন্তব্য শোনা গেছে। বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর সমালোচনা করে কথা বলেছেন অরূপ রায়। এই অবস্থায় সুনিল মন্ডলের বিস্ফোরক মন্তব্য যে ঘাসফুলের অন্দরে নতুন করে সমস্যার সৃষ্টি করলো তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Back to top button