বলিউডের সব থেকে জনপ্রিয় অভিনেতাদের তালিকায় অন্যতম একজন হলেন সুনীল শেট্টি। কর্নাটকে জন্মগ্রহণ করলেও, বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিলেন। হেরা ফেরি থেকে শুরু করে ধড়কন, সমস্ত ধরনের ছবিতেই তিনি ছিলেন সেরা। কমেডি রোল হোক অথবা রোমান্টিক হিরো হিসেবে, সুনীল প্রত্যেকটি ছবিতে নিজের একটা আলাদা ছাপ তৈরি করতে পেরেছিলেন। তবে তিনি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন অ্যাকশন হিরো হিসেবে। তার দেহ গঠন এবং তার মুখশ্রী এই ধরনের রোলের জন্ম ছিল বেশ মানানসই।
আজকের দিনে দাঁড়িয়ে সুনীল শেট্টি নিজের স্ত্রী মানা শেট্টির সঙ্গে সুখে ঘর সংসার করছেন। এই মুহূর্তে তাদের এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে। ৩০ বছরের উপরে হয়ে গেল তাদের এই সম্পর্ক এখনো টিকে রয়েছে সেই আগের মতই। তবে আপনি কি জানেন, সুনীল এবং মানার এই সম্পর্ক কিন্তু এত সহজে তৈরি হয়নি। মানাকে পাওয়ার জন্য সুনীলকে বড়ো দাম দিতে হয়েছিল। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানাবো কিভাবে সুনীল শেট্টি নিজের প্রেমকে নিজের করে নেওয়ার জন্য ভালোবাসার সমস্ত সীমা লংঘন করতে পেরেছিলেন।
আপনাদের জানিয়ে রাখি, সুনীল এবং মানা দুজনের দেখা হয়েছিল একটি সাধারণ দোকানের বাইরে যেখানে, মানাকে দেখে সুনীল ভেবে নিয়েছিলেন তিনি তাকে নিজের জীবন সঙ্গিনী বানাবেন। তবে এই সম্পর্ক দুজনের পরিবারই প্রথম দিকে স্বীকার করেননি। তারপরে শুরু হয়েছিল তাদের দুজনের প্রেমকে বাঁচিয়ে রাখার লড়াই। আসলে ব্যাপারটা ছিল, দুজনের ধর্ম ছিল আলাদা। এই কারণেই দুজনের পরিবারের তরফ থেকেই এই বিয়েতে সম্মতি দেওয়া হয়নি। নয় বছর পর্যন্ত তার অপেক্ষা করেছিলেন এবং তারপরে দুজনেই পরিবারের বিপক্ষে গিয়ে ১৯৯১ সালের বিবাহ করেন। লোক আজকের দিনে সুনীলকে তার অভিনয় এবং তার স্টারডমের জন্য চিনলেও সুনীলের জীবনের এই দিকটা অনেকেরই অজানা।