আন্তর্জাতিকনিউজ

আমেরিকার এই শহরে আগামী দু’মাস আর সূর্যোদয় হবে না

Advertisement

ওয়াশিংটন: ২০২০ সালে দাঁড়িয়েও প্রকৃতির এমন খামখেয়ালিপনা ঘটে, তা বিশ্বাস করা যায় না। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়, যা আমরা দেখেও বিশ্বাস করতে পারি না। এমন একটি ঘটনা হল, আমেরিকার শেষ প্রান্তের এক শহরে। গত ১৯ নভেম্বর আমেরিকার শেষ সীমার শহরে সূর্যঅস্ত গিয়েছে। তবে এটাকে ঠিক সূর্যাস্ত আপনি নাও বলতে পারেন। কারণ, রোজ যে নিয়মে সূর্য অস্ত যায়, সেই নিয়মে সূর্য অস্ত যায় না এখানে। তাই আপনি বলতে পারেন সূর্য ছুটি নিয়েছে এই শহর থেকে। সূর্য ছুটি নিয়ে আবার ফিরে আসবে এই শহরে আগামী বছরের ২২ জানুয়ারি। ততদিনে অবশ্য আমেরিকার প্রেসিডেন্ট আসনেও নতুন উদয় ঘটে যাবে। মানে জো বাইডেন ততদিনে প্রেসিডেন্টের আসনে হোয়াইট হাউসে বসে যাবেন।

আমেরিকার শেষ প্রান্তে উত্তর সীমায় আলাস্কার উটকিয়াগভিক শহর অবস্থিত। যেখানে বছরের দুমাস সূর্যাস্তের কোনও বালাই থাকে না। সারাক্ষণই সূয্যিমামা জ্বলজ্বল করে। আবার শীতের দু’মাস সূর্য অস্ত চলে যায়। কিন্তু উদয় হয় না। তবে একেবারে আঁধার নেমে আসে না এই শহরে। হালকা আলোর আভা দিনের বেলায় কিছুক্ষণ লক্ষ্য করা যায়। যেটাকে বলে পোলার লাইট।

জানা গিয়েছে, বুধবার আমেরিকান সময়ে দুপুর দেড়টা নাগাদ সূর্য অস্ত গিয়েছিল। সারাদিনের এই বন্ধুকে বিদায় জানাতে শহরবাসীরা প্রত্যেক বছরের মতো এ বছরও উপস্থিত ছিল। তাদের কথায় উঠে এসেছে সূর্যকে বিদায় জানানোর এক অনন্য গল্প। এক শহরবাসী বলেছেন, ‘আমরা আমাদের সব সময়কার বন্ধুকে বিদায় জানাতে এসেছি। শীতকালের জন্য প্রস্তুতিও আমাদের চলছে। আমেরিকার এই শহর সবার থেকে এই জন্যই আলাদা। যেখানে সূর্যকে নিয়ে একটা অন্য কাহিনি রয়েছে। যা পৃথিবীর কোনও প্রান্তে হয়তো নেই। আগামী বছরের ২২ জানুয়ারি দুপুর ১টা ১৬ মিনিট নাগাদ পুনরায় এই শহরে সূর্যোদয় হবে।

Related Articles

Back to top button