নিউজদেশ

Super Cyclone in Kali Puja: কালীপুজোয় ধেয়ে আসছে সুপার সাইক্লোন! ঘন্টায় গতিবেগ ২৫০ কিলোমিটার, পূর্বাভাসে বাড়ছে আশঙ্কা

সাইক্লোনটি যদি তৈরি হয় তাহলে তার নাম হবে সিত্রাং

Advertisement

প্রায় গোটা দুর্গাপুজো বৃষ্টিতে ভেসেছে। এবার আবার বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। দুর্গাপূজো ও লক্ষ্মীপূজার পর এবার কালী পুজোতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এবার নিম্নচাপের সাধারণ বৃষ্টি নয়। আসতে পারে সুপার সাইক্লোন। জানা গিয়েছে, আগামী ২৫ অক্টোবরের মধ্যে এই দেশের একাধিক রাজ্যে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন। এই সাইক্লোনের গতিবেগ হবে ঘন্টায় ২৫০ কিলোমিটার। সাইক্লোনের প্রভাবে কালীপুজোর দিন ২৪ অক্টোবর তাণ্ডব হবে নাকি, সেই প্রসঙ্গে এখনও কোনো স্পষ্ট পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস।

আসলে ইতিমধ্যেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় এসেছে। কিন্তু পুজোর মধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে বেশ ভালই বৃষ্টি হয়েছে। এবার কালীপুজোয় বঙ্গে সুপার সাইক্লোনের পূর্বভাস দিয়েছে মার্কিন গবেষণা সংস্থা। তাদের মতে, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি নিম্নচাপ সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। অপরদিকে ১৭-১৮ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। সেটিও সাইক্লোন আকার ধারণ করতে পারে ১৯ অক্টোবরের মধ্যে। এর ফলে আশঙ্কা করা হচ্ছে দীপাবলি উৎসবের শুভ মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলতে পারে। যদি ওই সাইক্লোন আসে তাহলে তার নাম হবে সিত্রাং। ১৭ তারিখের পর ঘূর্ণিঝড় আদৌ আসবে নাকি, সেই নিয়ে স্পষ্ট জানাবে হাওয়া অফিস।

আজ বুধবার সকাল থেকে কলকাতায় রৌদ্রজ্জ্বল ঝলমলে আকাশ দেখা যাবে। তবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৯৫ শতাংশ। আজ থেকে উপকূলের জেলা যেমন দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।

Related Articles

Back to top button