দিল্লি : রাজধানীকে ঘিরে রয়েছে মারাত্মক বায়ুদূষণ। দিল্লীতে ক্রমাগত বায়ুদূষণ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বায়ুদূষণ নিয়ে এখনো উদাসীন রয়েছে কেন্দ্র এবং রাজ্য। তাই আজ বায়ুদূষণের কারণে সুপ্রিম কোর্টের ভৎসনার শিকার হল রাজ্য এবং কেন্দ্র।
মঙ্গলবার বিচারপতি অমিত মিশ্র এবং বিচারপতি দীপক গুপ্তের একটি বেঞ্চ দিল্লীকে নরক বলে অভিহিত করেন এবং বলেন যে, দিল্লীতে দূষণের ফলে এক দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাতাসে বিষ মিশে রয়েছে এবং এই বিষ বাতাস গ্রহণ করে বেঁচে আছে কয়েক লক্ষ মানুষ। বিচারপতিরা আজ দাবি করেন যে এই বায়ুদূষণের মানুষের গড় আয়ু পরিমাণ কমছে এবং মানুষ মৃত্যুর দিকে ধীরে ধীরে ঢলে পড়ছে।
বিচারপতিদের এদিন ভৎসনা করে কেন্দ্র এবং রাজ্য উভয়ের উদ্দেশ্য বলেন, “এভাবে তিল তিল করে মারার কোনো দরকার নেই। তার চেয়ে ১৫ ব্যাগ বিস্ফোরক এনে সকলকে একেবারে মেরে ফেলা হোক। ক্যান্সারের মত রোগে আক্রান্ত হওয়ার চেয়ে একেবারে মরে যাওয়া শ্রেয়।”
বায়ুদূষণ প্রতিরোধের জন্য কেন্দ্রকে বারংবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্র এই বিষয়ে কর্ণপাত করেনি। এদিন বিচারপতি অমিত মিশ্র বলেন, “কেন্দ্র এবং রাজ্য একে অপরকে দোষারোপ করে দায় ঝেড়ে ফেলতে চাইছে। কিন্তু এইসব রাজনীতিতে চলে। সুপ্রিম কোর্ট এইসব জিনিসকে একদম সায় দেবে না।” এছাড়া দিল্লীতে বায়ুদূষণের জন্য কৃষকদের দায়ী করেছে সুপ্রীম কোর্ট।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’