২৪ ঘন্টা আগেও ফাঁসি নিয়ে সংশয়, পবন কুমারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
এর আগেও ফাঁসির তারিখ ঠিক হওয়ার পরও পিছিয়ে গেছিল ফাঁসি সেই তারিখ। কাল নির্ভয়া কান্ড দোষীদের ফাঁসির তারিখ। ৩ মার্চ, মঙ্গলবার সকাল ছ’টায় ২০১২ সালের ধর্ষণকাণ্ডে দোষী অক্ষয় সিং ঠাকুর, মুকেশ কুমার সিং, পবন কুমার গুপ্তা ও বিনয় শর্মার ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আইনি জটিলতায় কাল সেই ফাসি আদেও হবে কি না তা নিয়ে এখনো সংশয় বর্তমান। নতুন করে প্রাণভিক্ষার আরজি জানিয়েছে আরেক দোষী অক্ষয়।
বিনয়ের আইনজীবী বিনয়ের মানসিকভাবে অসুস্থতার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিনয় পরিবারের কাউকে চিনতে পারছে না, চিকিৎসার প্রয়োজন রয়েছে তার একথা তিনি জানালেও তিহার জেল কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিলেন, বিনয় সুস্থই আছে। ফলে বিনয়ের আইনজীবীর সেই আরজি খারিজ করে দেয় আদালত। বিনয় শর্মার স্বাস্থ্যপরীক্ষায় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। গত সপ্তাহে ফাঁসির বদলে যাবজ্জীবন সাজার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পবনের আইনজীবী।
আরও পড়ুন : রেশন কার্ড দেখালেই শাড়ি কিনতে গেলে ছাড় পাবেন, রাজ্য সরকারের নতুন উদ্যোগ
ফাঁসির ২৪ ঘণ্টা আগে সোমবার দোষী পবন গুপ্তার রায় সংশোধনীর আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট। কিন্তু পবন এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আরজি জানায়নি। এর আগে প্রথম পরোয়ানায় ফাঁসি কার্যকরের তারিখ ছিল ২২ জানুয়ারি। তার পর দ্বিতীয় পরোয়ানায় সেই তারিখ ছিল ১ ফেব্রুয়ারি।দুইবার ই আইনি জটিলতায় পিছিয়ে যায় ফাঁসির তারিখ।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী নির্ভয়াকে গণধর্ষণ করার অপরাধে চার দোষীর ফাঁসির তারিখ আগামীকাল। আদেও কাল দোষীরা শাস্তি পায় নাকি প্রানভিক্ষার আর্জিতে ফের পিছিয়ে যায় তারিখ, সেদিকেই নজর সকলের।