পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড়ো ঘোষণা করল সুপ্রিম কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে ইচ্ছুক সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে এই নির্দেশ মানতে হবে। তবে শুধু বাড়ি ফেরালেই চলবে না, এই পরিযায়ী শ্রমিকদের কর্ম সংস্থানের ব্যবস্থা রাজ্য সরকারগুলিকেই করতে হবে। যে রাজ্যের পরিযায়ী শ্রমিক সেই সংশ্লিষ্ট রাজ্যকেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
রাজ্য সরকারদের পরিযায়ী শ্রমিকদের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে, কিভাবে তাদের কর্ম সংস্থান করা হচ্ছে, সেই সব কিছুই আদালতকে জানাতে হবে। কয়েকদিন আগেও কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফের এদিন শীর্ষ আদালত পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নির্দেশ ঘোষণা করেছেন। প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এদিন অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে যে ৪২০০ টি ট্রেনে এতদিনে ১ কোটির বেশি পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানো হয়েছে। দেশে দীর্ঘদিন লকডাউনের জেরে বিভিন্ন ভাবে অসুবিধার মধ্যে পড়েছে পরিযায়ী শ্রমিকরা। একদিকে যেমন তাঁরা কর্মহীন হয়ে পড়েছে, তেমনি বাড়ি ফিরতে গিয়ে বহু শ্রমিকের প্রাণ গিয়েছে। এদের দুর্দশার চিত্র দেখে কার্যত বেদনাহত হয়েছে দেশবাসী।