নয়া দিল্লি : নির্ভয়াকাণ্ডে অপরাধীদের মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় দোষী সাব্যস্তদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার সিংয়ের মৃ্ত্যুদণ্ড পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তার আইনজীবী। রিভিউ পিটিশন দাখিল করা হয়।
সেখানে বলা হয়, এমনিতেই দিল্লিতে বায়ু দূষণের কারণে মানুষের আয়ু কমছে। সেখানে ফাঁসির কী দরকার। এদিন আদালতে অক্ষয়ের আইনজীবী এপি সিং দাবি করেন, মৃত্যুদণ্ড আদিম সাজা। এর্ পাল্টা সরকার পক্ষের আইনজীবী বলেন, যে অপরাধ হয়েছে তাতে ঈশ্বরের চোখেও জল চলে আসবে। এরপরই বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই রায় দেয়। সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি নির্ভয়ার মা। তিনি জানিয়েছেন, ‘ভাল হল। আরও এক কদম আগে এগোনো গেল।’
আরও পড়ুন : নাগরিকত্ব আইন কার্যকরে স্থগিতাদেশ নয়, কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট
অক্ষয়ের আইনজীবী এদিন আদালতে দাবি করেন, এই মামলায় সংবাদমাধ্যমের চাপ রয়েছে। একইসঙ্গে আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে গুরুগ্রামের এক স্কুলে পড়ুয়াকে হত্যার ঘটনাকে উদাহরণ হিসাবে তুলে ধরার চেষ্টা করেন। বলেন, একজন নিরপরাধকে ফাঁসানো হল নির্ভয়া মামলায়। তাঁর দাবি, এই মামলার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হলে আসল ঘটনা সামনে আসত। যদিও দেশের সর্বোচ্চ আদালতের সাফ বক্তব্য, সবরকম প্রমাণ, তথ্যর ভিত্তিতেই রায় দান হয়েছে। তাই এসব দাবিদাওয়া এখন অর্থহীন।
দোষী অক্ষয়ের আইনজীবী এদিন নির্ভয়ার বন্ধুর বয়ান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, টাকা নিয়ে সংবাদমাধ্যমের কাছে বক্তব্য পেশ করেছিলেন সেই বন্ধু। অথচ এই মামলায় সেই বন্ধুই একমাত্র প্রত্যক্ষদর্শী। তাঁর বয়ানই সবথেকে গুরুত্বপূর্ণ। আইনজীবী এপি সিং বলেন, এই বন্ধুর বিরুদ্ধে তাঁরা পাটিয়ালা হাউস কোর্টে মামলা করেছেন। আগামী ২০ ডিসেম্বর তার শুনানি।
Supreme Court rejects review petition of Akshay Kumar Singh, one of the convicts in the 2012 Delhi gang-rape case. pic.twitter.com/5fhmZI94bW
— ANI (@ANI) December 18, 2019