পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। রাজ্যের বিরোধীদলের নেতাদের নিরাপত্তা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল এবার সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে আর্জি জানানো হলেও এই মামলা সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিধানসভা ভোটের আগে তৃণমূল এবং বিজেপির সংঘাত একেবারে চরমে। গত ডিসেম্বর মাসে জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী পুনিত কৌর ধান্দা। তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে, তিনি দাবি করেন সুপ্রিমকোর্টের হস্তক্ষেপের।
কিন্তু এবারে এই মামলা সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ওই আইনজীবী বলেছিলেন, বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। জায়গায় জায়গায় মানবাধিকার লংঘন করা হচ্ছে। পুলিশ কার্যত এখন দল দাসে পরিণত হয়েছে। এই বিশৃঙ্খলায় পুলিশ সম্পূর্ণভাবে যুক্ত। এতে কিছু লোকের স্বার্থ জড়িয়ে রয়েছে। এবং এই স্বার্থ চরিতার্থ করার জন্য বিরোধী দলের কর্মীদের খুন হতে হচ্ছে।
এছাড়া রাজ্যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না বলে অভিযোগ জানান ওই আইনজীবী। তার আরো অভিযোগ রাজ্যে ভুয়া ভোটারদের নামানো হয় ভোট দেওয়ার জন্য। ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট পেশ করার আর্জি জানান ওই আইনজীবী। কিন্তু সোমবার ওই মামলার পত্র পাঠ সম্পূর্ণ খারিজ করে দিলেন বিচারপতি অশোক ভূষণ, হেমন্ত গুপ্ত এবং অশোক রেড্ডির ডিভিশন বেঞ্চ। তাকে সরাসরি বলা হলো, আপনি আদালতের দরজায় কড়া নাড়বেন না, অন্য রাস্তা দেখুন।