প্রয়াত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদি। সেপ্টেম্বর মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন দিল্লির এইমসে। তাঁর এই অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েলও ।
Deeply anguished at the unfortunate demise of Suresh Angadi ji.
He was like my brother. Words fall short to describe his commitment & dedication towards the people.
My thoughts and prayers are with his family and friends in this hour of need. Om Shanti pic.twitter.com/Y7SB2PMktU
— Piyush Goyal (मोदी का परिवार) (@PiyushGoyal) September 23, 2020
তিনি লেখেন, “এই মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছি। উনি আমার ভাইয়ের মতো ছিলেন। শব্দ দিয়ে ওঁর কাজের প্রতি ভালোবাসা ব্যখ্যা করা যাবে না। আমার সমবেদনা রইল ওঁর পরিবারের প্রতি।” লোকসভায় বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই বেশ কিছু সাংসদ-মন্ত্রী করোনা আক্রান্ত হন তাঁর মধ্যেই ছিলেন সুরেশ অঙ্গদি। তাঁর শরীরে করোনার কোনও উপসর্গই ছিল না। কিন্তু কোথা থেকে কি হয়ে গেলো তার মৃত্যুতে অবাক সবাই।
Shri Suresh Angadi was an exceptional Karyakarta, who worked hard to make the Party strong in Karnataka. He was a dedicated MP and effective Minister, admired across the spectrum. His demise is saddening. My thoughts are with his family and friends in this sad hour. Om Shanti. pic.twitter.com/2QDHQe0Pmj
— Narendra Modi (@narendramodi) September 23, 2020