আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মেগা আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট। চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। সবকিছুর মধ্যেও একটি প্রশ্ন আজও ক্রিকেটপ্রেমীদের মনে জাগ্রত। সুরেশ রায়না বিহীন এই প্রথমবার আয়োজিত হতে চলেছে আইপিএলের আসর। মিস্টার আইপিএল ভিন্ন মেগা আসর অধরা বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে আইপিএল খেলে আসছিলেন সুরেশ রায়না। তবে চলতি আইপিএলে তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।
এমনকি তার পুরনো শিবির চেন্নাই সুপার কিংস মুখ ফিরিয়ে নিয়েছে। আইপিএলে সুযোগ না পেয়ে বিদেশী লিগে খেলতে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন সুরেশ রায়না। যদিও সেই আবেদনের কোন জবাব পাননি তিনি। এমন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এখানেই সমাপ্তি ঘটতে চলেছে সুরেশ রায়নার ক্যারিয়ার?
তবে সমস্ত জল্পনা নিমেষেই উধাও হয়ে গিয়ে নতুন সূর্য উঠলো সুরেশ রায়নার জীবনে। ক্রিকেটার হিসেবে না হলেও আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে সংযুক্ত থাকতে পারেন মিস্টার আইপিএল। বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে নির্দিষ্ট নোটিশ প্রকাশ করা না হলেও জানা গেছে, ক্রিকেট সম্প্রচারকারী চ্যানেলের সাথে হিন্দি ভাষায় ধারাভাষ্যকার হিসেবে নিযুক্ত হতে পারেন সুরেশ রায়না। যদিও এর আগে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই সুরেশ রায়নার। তারপরেও আইপিএলের সাথে তার সংযোগ অনেকটাই মন ভরিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
এছাড়া সূত্রের আরো খবর, ধারাভাষ্যকার হিসেবে নিজের কর্মজীবন শুরু করতে পারেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। দীর্ঘ ৫ বছরের বিরতির পর আবারও এই কর্মজীবনের প্রত্যাবর্তন করতে পারেন তিনি। হিন্দি এবং ইংলিশ ভাষায় অত্যন্ত সাবলীল রবি শাস্ত্রী একজন ধারাভাষ্যকার হিসেবে সর্বজন পরিচিত। তাই ক্রিকেটের সাথে তার সংযুক্তিকরণ যথোপযুক্ত বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।