Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিবাহ বিচ্ছেদের পর হৃত্বিককে দেখে এভাবে জড়িয়ে ধরলেন সুজান, দেখুন ছবি

হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সুজান খান (Sussanne Khan)-এর বিয়ে একরকম হঠাৎই হয়েছিল। শৈশব থেকেই তাঁরা একে অপরের বন্ধু। ‘কহো না পেয়ার হ্যায়’-এর মাধ্যমে হৃত্বিকের বলিউডে ডেবিউ হওয়ার সময় ওই…

Avatar

হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সুজান খান (Sussanne Khan)-এর বিয়ে একরকম হঠাৎই হয়েছিল। শৈশব থেকেই তাঁরা একে অপরের বন্ধু। ‘কহো না পেয়ার হ্যায়’-এর মাধ্যমে হৃত্বিকের বলিউডে ডেবিউ হওয়ার সময় ওই ফিল্মের নায়িকা অমিশা পটেল (Ameesha Patel)- এর সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন রটেছিল। এরপরেই হৃত্বিকের সাথে সুজানের বাগদান ও পরে বিয়ে হয়ে যায়। তবে কয়েক বছর আগে সাত বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন হৃত্বিক ও সুজান। কিন্তু তাঁদের বিবাহ বিচ্ছেদের কারণ এখনও অজানা। তবে এরপর থেকে আরসালান গোনি (Arsalan Gony)-র সাথে সম্পর্কে রয়েছেন সুজান। হৃত্বিকের জীবনে এসেছেন সাবা আজাদ (Saba Azad)।

বিবাহ বিচ্ছেদের পরেও হৃত্বিকের সাথে সুজানের ভালো বন্ধুত্ব রয়েছে। করোনাকালে তাঁরা দুই পুত্রকে নিয়ে একসাথে একই অ্যাপার্টমেন্টে ছিলেন। এমনকি একসাথে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি মুম্বইয়ের একটি ফ্যাশন ইভেন্টে হৃত্বিককে দেখে তাঁকে জড়িয়ে ধরলেন সুজান। একসাথে ঘুরে দেখলেন গয়নার কালেকশন। এদিন সুজানের পরনে ছিল নীল রঙের ডেনিম ট্রাউজার ও অফ শোল্ডার টপ। এই পোশাকের সাথে সুজান টিম আপ করেছিলেন সোনালি রঙের স্লিং ব্যাগ। হৃত্বিকের পরনে ছিল নীল রঙের ডেনিম টি-শার্ট ও ট্রাউজার এবং কালো জ্যাকেট। চোখ আবৃত ছিল কালো রঙের সানগ্লাসে। মাথায় ছিল টুপি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হৃত্বিক ও সুজান একে অপরের সাথে স্বচ্ছন্দ ছিলেন। পাপারাৎজিদের একাংশের ক্যামেরায় বন্দি হয়েছে হৃত্বিক ও সুজানের এই বিশেষ মুহূর্ত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ লিখেছেন, এখনও অবধি তাঁদের একসাথে দেখতেই ভালো লাগে।

অপরদিকে আগামী 25 শে জানুয়ারি রিলিজ করতে চলেছে হৃত্বিকের নতুন ফিল্ম ‘ফাইটার’। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ‘ফাইটার’ ভারতের প্রথম এরিয়াল ফিল্ম। নিঃসন্দেহে এটি হতে চলেছে হৃত্বিকের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন।

About Author