Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বারুইপুরের সভা থেকে অভিষেককে ছেড়ে তার স্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী

এর আগে প্রত্যেক সভায় তিনি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এর নাম করে তোপ দেগে এসেছেন। আর এইবারে তিনি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী কে।বারুইপুরে সভা থেকে অভিষেক…

Avatar

এর আগে প্রত্যেক সভায় তিনি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এর নাম করে তোপ দেগে এসেছেন। আর এইবারে তিনি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী কে।বারুইপুরে সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আরো একবার তোলাবাজ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি এবারে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) কে নারুলা কাণ্ডে সোনা পাচারের অভিযোগ এর ঘটনা টেনে এনে কটাক্ষ করেছেন।

মঙ্গলবার সভা মঞ্চ থেকে তিনি প্রমান দেখিয়ে দাবি করেছেন, কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত লালার টাকা ব্যাংকে যাচ্ছে। সেই প্রসঙ্গে তিনি রুজিরা ব্যানার্জীর কিছু ব্যাঙ্ক ডিটেলস আমাদের সামনে নিয়ে এসেছেন। উল্লেখযোগ্য ভাবে, ২০১৯ সালের ১৫ মার্চ ব্যাংকক থেকে কলকাতা ফেরার পর অভিষেক ব্যানার্জীর স্ত্রীর সঙ্গে যা মালপত্র এসেছিল তা পরীক্ষা করে বেআইনি সোনার হদিস পেয়েছিল শুল্ক দফতর। সেই জল বহু দূর গড়িয়েছে। সেই প্রসঙ্গে শুভেন্দু দাবি করেছেন, লালার টাকা ব্যাংককে চলে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাশাপাশি মঙ্গলবার তৃণমূলের বিরোধীতা করে তিনি একের পর এক নিশানা করেছেন অভিষেক ব্যানার্জি কে। তিনি তোলাবাজ ভাইপো বলে ডাকে কটাক্ষ করে বলেছেন বিজেপি সবথেকে ভালো এই জেলা থেকে ফল করবে। বারুইপুরের সভায় ঢোকার সময় কালো পতাকা দেখানোর প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, এখানে একটা ছোট তোলাবাজ আছে, নাম গৌতম। আগে বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত ছিল, আর এখন বিখ্যাত গৌতম এর জন্য। আমি এখানে আসার আগে ওরা কালো পতাকা দেখিয়েছে রিসেপশন দিচ্ছিল। আমি কাঁচ নামিয়ে নমস্কার করে চলে এসেছি। মুখগুলো চিনে রাখছি। মার্চ মাসের পর তো আমাদের কাছেই আসতে হবে।

About Author