নিউজপলিটিক্সরাজ্য

আপনাকে কোনোভাবেই দুটি আসনে লড়বে দেওয়া হবে না, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

খেজুরির সভা থেকে মুখ্যমন্ত্রী কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)

Advertisement

গতকাল নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ঘোষণা করেছেন নন্দীগ্রামের পাশাপাশি তিনি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু দুটি আসন থেকে মমতা ব্যানার্জিকে লড়তে দেবেন না বলে এদিন হুংকার দিলেন সদ্য বিজেপিতে যাওয়া নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikary)। পাশাপাশি তিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে (Abhishek Banerjee) নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন সভা থেকে।

নন্দীগ্রামে যেদিন সভা স্থির করেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন বিজেপি ঘোষণা করেছিল, ওই দিনকে পাল্টা সভা রাখবে বিজেপি। সেইমতো মুখ্যমন্ত্রীর সমস্ত মন্তব্যের জবাব দিয়েছেন মঙ্গলবার খেজুরির সভা থেকে শুভেন্দু অধিকারী। সুভেন্দু সহ এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chaterjee), সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেই সভা থেকে তারা মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

শুভেন্দু বলেছেন,’ মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। গত পাঁচ বছর ধরে নন্দীগ্রামের কথা মনে পড়েনি। আর এখন তার নন্দীগ্রামের কথা মনে পড়েছে। মাননীয়া আর যাই করুন না কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটারহেড ছাপিয়ে রাখুন। আপনার কাজে লাগবে।” এরপর শুভেন্দু আরো বলেন,’ জেনে রাখুন, আপনাকে কোনোভাবেই দুটো আসনে লড়তে দেওয়া হবে না। হয় নন্দীগ্রামে লরুন না হলে ভবানীপুর থেকে। খেজুরি তে কর্মীরা মার খেয়েছে। রাজ্য পুলিশ তখন ব্যস্ত ছিল মাননীয়কে পুরুলিয়ায় পৌঁছাতে।” পাশাপাশি তিনি এদিন অভিষেককে আবারো তোলাবাজ বলে কটাক্ষ করেছেন।

এছাড়াও মুখ্যমন্ত্রীকে এদিন সভা থেকে বেইমান বলে কটাক্ষ করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে উনি বলেন,” উনি জানেন ভবানীপুরে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পূর্ণরূপে একটি ভাওতাবাজি।” এছাড়াও এদিনের সভায় থেকে বাবুল সুপ্রিয় বলেছেন,’ এবারে বাংলায় পদ্ম ফুটবেই।”

Related Articles

Back to top button